দুর্গাপুর মহকুমা হাসপাতালে এবার এক সাথে ৭ জন করোনায় আক্রান্ত
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২২জুলাইঃ
দুর্গাপুর মহকুমা হাসপাতালে ফের করোনার আক্রমন। এক মহিলা চিকিৎসকের পর এবার এক সাথে ৭ জনের করোনায় সংক্রমিত হওয়ার খবর মিলল। স্বাভাবতই এই বিষয়টি জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাদের আত্মীয় পরিজনদের মধ্যে।
প্রশাসন সুত্রে জানা গেছে, ওই হাসপাতালের একজন নার্স সুপারিন্টেন্ডেন্ট, ৫ জন নার্স, একজন অ্যাম্বুলেন্স চালক ও একজন চতুর্থ শ্রেণীর কর্মীর লালারস পরীক্ষার পর তাদের করোনা সংক্রমন ধরা পড়ে।
হাসপাতাল সুত্রে জানা গেছে, ইতিমধ্যেই পুরুষ ও মহিলা ওয়ার্ড দুটি বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক রোগীকে তড়িঘড়ি ছুটি দিয়ে দেওয়া হয়েছে। সাথে এছাড়া ওই ওয়ার্ডের বাকি রোগী যাদের ছুটি দেওয়া সম্ভব হয়নি তাদের শারীরিক অবস্থার কারনে, তাদের সার্জিক্যাল ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। এছাড়াও ওই আক্রান্ত ৭ জনের সংস্পর্শে আসা প্রায় ৯০ জন স্বাস্থ্যকর্মী ও রোগীর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।