মেডিক্যাল কলেজে ভর্তির নামে দেড় কোটি টাকার প্রতারণা, গ্রেফতার ব্যাক্তি

আমার কথা, দুর্গাপুর, ১৩ ফেব্রুয়ারীঃ
মেডিক্যাল কলেজে ভর্তি করার নামে কোটি টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার ভিন জেলার এক ব্যাক্তি। দুর্গাপুরের দুই যুবকের অভিযোগের ভিত্তিতে ওই ব্যাক্তিকে গ্রেফতার করে আদালতে পেশ করে পুলিশ।
দুর্গাপুর ইস্পাত নগরীর বি-জোনের ও সিটিসেন্টারের বাসিন্দা দুই যুবককে ২০২৪ সালের শুরুর দিকে কলকাতার একটি নামী বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন অর্ণব দাস বর্মন নামে এক ব্যাক্তি। পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা ওই ব্যাক্তি দুই যুবকের থেকে মোট ১ কোটি ৬০ লক্ষ টাকা নেন। এরপর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও কলকাতার ওই মেডিক্যাল কলেজে ভর্তি হতে পারেননি দিব্যেন্দু ও মাধব। তাঁরা বুঝতে পারেন যে আর্থিক প্রতারণার শিকার হয়েছেন দুজন। তাঁর দুর্গাপুর থানায় প্রতারকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ নামে তদন্তে। ছয়দিন ধরে টানা চিরুণী তল্লাশী চালানোর পর পুলিশ অর্ণবের সন্ধান পায়। জানতে পারে কলকাতার পঞ্চসায়র থানা এলাকায় একটি বহুতল আবাসনে সে বসবাস করছে। বুধবার রাতে সেখানে হানা দিয়ে পুলিশ অর্ণব দাস বর্মনকে গ্রেফতার করে দুর্গাপুরে নিয়ে আসে। আজ বৃহস্পতিবার তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে পুলিশী হেফাজতের নির্দেশ দেন। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেশটা চালাচ্ছে এই ঘটনার সাথে আর কেউ যুক্ত আছে কিনা।