BREAKING! বন্ধুদের সাথে স্নানে নেমে দামোদরের জলে তলিয়ে মৃত্যু যুবকের

আমার কথা, বুদবুদ, ১৪ ফেব্রুয়ারীঃ
দামোদর নদের জলে তলিয়ে গিয়ে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে বুদবুদ থানার অন্তর্গত রণডিহা ড্যামে।এলাকা সূত্রে জানা গিয়েছে শুক্রবার দুপুর ২টো নাগাদ বুদবুদ থেকে ৪জন যুবক রণডিহা ড্যামে স্নান করতে যায়।এর পরে দুই জন জলে তলিয়ে গেলে বাকি দুই বন্ধুর চিৎকার শুনে কাছে থাকা নৌকার মাঝিরা তড়িঘড়ি মাঝ জলে পৌঁছে একজনকে উদ্ধার করলেও দামোদর নদের জলে তলিয়ে যায় বুদবুদের বাসিন্দা দুর্গেশ খারবার নামের বছর ২৪ এর যুবক।স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে বুদবুদ থানার পুলিশ পৌঁছে স্থানীয় জেলেদের সহযোগিতায় বিকাল ৪টা নাগাদ তলিয়ে যাওয়া যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
প্রশাসনের পক্ষ থেকে গভীর জলে নামার জন্য নিষেধাজ্ঞা থাকলেও প্রশাসনের নজর এড়িয়ে বার বার কেনো এই ধরণের ঘটনা ঘটে সেই নিয়েই প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা।