মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু ৫ বছরের শিশু সহ বাবার
আমার কথা, পশ্চিম মেদিনীপুর(দাঁতন), ২৩জুলাইঃ
দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল বাবা ও পাঁচ বছরের শিশু সন্তানের, আহত হয়েছে আরো দু’জন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার অন্তর্গত ভুরংগী গ্রামে।
পরিবার সূত্রে জানা গেছে গতকাল বুধবার রাতে গৌতম দে(৩২) ও পরিবারের আরো তিনজন সদস্য রাতে খাওয়া-দাওয়া করার পরে ঘুমোতে যান। ভোর তিনটে নাগাদ আচমকাই মাটির ঘর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আওয়াজ পেয়ে গ্রামবাসীরা এসে রাতেই মাটি সরিয়ে চারজনকে উদ্ধার করে। এরপর তাদের মোহনপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা গৌতম দে ও তাঁর পাঁচ বছরের ছেলেকে মৃত বলে ঘোষণা করে। আহত বাকি আরো দুই সদস্যকে আশঙ্কাজনক অবস্থায় মোহনপুর হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।