বহিরাগতরা ভোট দিতে এলে তাদের হাত-পা আস্ত থাকবে না, হুঁশিয়ারি বিধায়ক

আমার কথা, পান্ডবেশ্বর, ৮ মার্চ:
বিজেপির হয়ে বহিরাগতরা ভোট দিতে এলে তাদের হাত, পায়ের আস্ত থাকবে না, বললেন তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তার এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।
দিল্লি, হরিয়ানা সহ কয়েকটি রাজ্যে ভোটার তালিকায় বহিরাগতদের নাম তুলে ভোটে সুবিধা পেয়েছে বিজেপি বলে সম্প্রতি দলীয় সভাতে মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যেও ভোটার তালিকায় বহিরাগতদের নাম ঢোকানোর চেষ্টা করছে বিজেপি, বিষয়টি নিয়ে দলীয় কর্মীদের সতর্ক থাকার বার্তা দেন তিনি । এরপরই জেলার সর্বত্র ভোটার তালিকায় ভুতুড়ে ভোটার খুঁজতে নেমে পড়েছে তৃণমূল নেতা কর্মীরা। শুক্রবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের সৃষ্টি কমিউনিটি হলে ভোটার তালিকা নিয়ে শাসক দলের পক্ষ থেকে একটি কর্মীসভা করা হয়। সেই সভাতে বক্তা হিসেবে হাজির ছিলেন বিধায়ক তথা দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন অন্য রাজ্য থেকে কেউ যদি এখানে ফলস ভোট দিতে আসে তাহলে কি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো ? তার হাত পায়ের আস্ত থাকবে না। এখানে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে। বেসরকারি খনিতে বহিরাগত শ্রমিকদের কাজের প্রসঙ্গে নরেন বাবু বলেন স্থানীয়দের কাজে নিয়োগ করতে হবে। তা না হলে ২০০-৫০০ ছেলে নিয়ে লাঠি হাতে যাব। বহিরাগত শ্রমিকদের বের করে দেব, তাতে কেউ যদি আমাকে অসামাজিক, গুন্ডা বলে তাতে আমার কিছু যায় আসে না। যারা দলের কর্মী, মিছিলে হাঁটে, দেওয়াল লেখে, দলের জন্য লড়াই করে কাজে তাদের নিয়োগ করতেই হবে। বহিরাগত ভোটার আর বহিরাগত শ্রমিক নিয়ে নরেন বাবুর মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন ভোটের আগে বাজার গরম করতেই তৃণমূল বিধায়ক এইসব কথা বলছেন।