আন্তর্জাতিক নারী দিবসে ‘জাংশন সম্পূর্ণা’ শীর্ষক অনুষ্ঠানে নারীদের সম্মান জ্ঞাপন

আমার কথা, দুর্গাপুর, ৮ মার্চঃ
৮ মার্চ সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। সম অধিকারের দাবি জানিয়ে এক সময় নারীরা যে লড়াই শুরু করেছিল তার মর্যাদা পেয়েছিল ১৭৭৫ সালের ৮ মার্চ। সেই দিন থেকে প্রতি বছরই এই দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারে জাংশন মলের উদ্যোগে শনিবার নারী দিবস পালন করা হল মলের ভিতর। ‘জাংশন সম্পূর্ণা’ শীর্ষক স্বিতীয় বর্ষের এই অনুষ্ঠানে দুর্গাপুরের বিভিন্ন স্তরের নারীদের মধ্যে থেকে ৮ জনকে সম্বর্ধণা দেওয়া হয়।
এই বিশেষ আটজন নারী হলেন, অন্বেষা সাহা। ১৫ বছর বয়সী অনেষ্বা একজন ক্রিকেটার। কৌশিকী ঘটক। কৌশিকীদেবী একজন গাছ প্রেমী। কনিকা চ্যাটার্জি যিনি দুর্গাপুরে মোমো প্রেমীদের কাছে মোমো আন্টি নামে পরিচিত। তিনি ৬০ রকম মোমো তৈরি করতে পারেন। আজ তিনি নিজে যেমন একজন স্বনির্ভর মহিলা তেমনই অন্য মহিলারাও ওনার থেকে মোমো নিয়ে বিক্রি করে স্বনির্ভর হচ্ছে। দীপান্বিতা সেনগুপ্ত – লেখিকা, চিত্রপরিচালক, উদ্যোগপতি। বৈশাখী সেন একজন উদ্যোগপতি। অসীমা দেব শর্মা। অসীমাদেবী একজন অঙ্গন ওয়াড়ি শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা।মলয়া মুখার্জি, যিনি একাধারে একজন চিকিৎসক ও অন্যদিকে তিনি একটি বেসরকারী সুপার স্পেশালিটি হাসপাতালের কর্ণধারও। এছাড়াও কাকলি মুখার্জি, যিনি একজন সঙ্গীত শিল্পী ও শিক্ষিকা। ৮ জন নারী দুর্গাপুরে নিজ নিজ কর্মক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন। তাই এই আট জন নারীকে এদিন জাংশন সম্পূর্ণা সম্মানে সম্মানিত করা হল এদিন।