দোলের দিনে আদিবাসী গ্রামে ব্যাতিক্রমী রঙ খেলা

আমার কথা, আসানসোল, ১৪ মার্চঃ
দোলের উৎসব রঙের উৎসব আর এই উৎসবে এক ব্যাতিক্রমী ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। এক একটা উৎসবেএক এক জাতির একেক রকমের উপাচার। দোল উৎসবে একদিকে যখন আবির ও রঙের উৎসবে মেতে উঠেছে দেশবাসী তখন আসানসোলের প্রত্যন্ত আদিবাসী গ্রামে দেখা গেল এক অনন্য চিত্র। এখানে কোনও আবির বা রঙ দিয়ে দোল খেলা হয় না। এখানে প্রাকৃতিক উপায়ে জল এবং ফুলের রেনু দিয়ে দোল খেলা হয়। হিরাপুরের হাড়মাড়ডি গ্রামে এভাবেই আনন্দ নাচে গানে বাহা উৎসব পালিত হলো। আদিবাসী সমাজের লোকজন জানাচ্ছেন তিন দিন ধরে এই বা বাহা উৎসব পালিত হয়। গ্রামের পুরুষেরা সাল গাছের রেনু তুলে নিয়ে আসে জঙ্গল থেকে। সেই রেনু দিয়েই ঠাকুরের পূজা করা হয় পরে। সেই রেনু জলে ভিজিয়ে রাখা হয়। শেষ দিনে নাচে গানে ধামসা মাদলের তালে তালে সেই জল দিয়েই তাদের বাহা উৎসব পালিত হয়। তবে এই জল শ্রদ্ধার সঙ্গে এবং আন্তরিকতার সঙ্গে ছোটরা বড়দের মাথায় বড় না ছোটদের মাথায় ঢেলে দেয় সঙ্গে প্রণাম জানানোর রীতি রয়েছে।।