গীতাঞ্জলির নিবেদন “এই লভিনু সঙ্গ তব”

আমার কথা, দুর্গাপুর, ১৪ মার্চ:
সংবাদদাতা: প্রণয় রায়
বাঙালীর অতি প্রিয় উৎসবগুলির মধ্যে একটি হল দোল উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে আট আশি, আবালবৃদ্ধবনিতা সকলেই রঙ খেলায় মেতে ওঠে। শান্তিনিকেতনে বসন্ত উৎসব সকলের কাছেই খুবই পছন্দের। সেই বসন্ত উৎসবের আঙ্গিকে প্রতি বছর শিল্প শহর দুর্গাপুরেও বসন্ত উৎসবের আয়োজন করা হয়। এবছরও তার ব্যাতিক্রম ঘটেনি। এবছর চতুরঙ্গ ময়দানে গীতাঞ্জলি আয়োজিত বসন্ত উৎসব এই লভিনু সঙ্গ তব ১২ বছরে পড়লো। শান্তিনিকেতনের সঙ্গীত ভবনের ছাত্রী ও দুর্গাপুর নগর নিগমের প্রশাসনিক প্রধান অনিন্দিতা মুখোপাধ্যায়ের উদ্যোগে প্রতিবছর দোলের দিন এই অনুষ্ঠানটি চতুরঙ্গ ময়দানে অনুষ্ঠিত হয়। ঠিক যেন এক টুকরো শান্তিনিকেতনের দোল উৎসব। এই বড় মাপের অনুষ্ঠানটিতে প্রথমে সকালে শিশুরা বৈতালিক অনুষ্ঠানে অংশ নেয়। তারা ঠিক শান্তিনিকেতনে আঙ্গিকে ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগল যে দোল এই গান গেয়ে সমবেত নৃত্য করতে করতে বিদ্যাসাগর মডেল হাই স্কুল থেকে চতুরঙ্গ ময়দানে মূল মঞ্চের কাছে উপস্থিত হয়। এর পরের অনুষ্ঠান নৃত্য গীতি আলেখ্য এই লভিনু সঙ্গ
তব। দুর্গাপুরের সুপরিচিত ও নামী সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী বাচিক শিল্পী ও আবহ সঙ্গীত শিল্পীরা এই অনুষ্ঠানে অংশ নেন। ১০০ জনেরও বেশি শিল্পী সমন্বয়ে পরিবেশিত অসাধারণ রবীন্দ্র সংগীত ও রবীন্দ্র নৃত্যে অনুষ্ঠানটি প্রতিবছরই শান্তিনিকেতনের দোল উৎসবের কথা মনে করিয়ে দেয়। সুকন্ঠধারী বাচিক শিল্পীরাও অনুষ্ঠানটিকে একটি মনোজ্ঞ কথামালায় ভরিয়ে দেন।