দূষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে পুলিশের হাতে আটক

আমার কথা, দুর্গাপুর, ১৯ মার্চঃ
দূষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে পুলিশের হাতে আটক হলেন ভুমি রক্ষা কমিটির সভাপতি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় সহ প্রতিবাদকারীরা। ঘটনাটি ঘটে দুর্গাপুর দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দপ্তরের সামনে।
অন্ডালের ডিটিপিএস তাপবিদ্যুৎ কেন্দ্রের দুষণ নিয়ে বহুদিন ধরেই প্রতিবাদ জানিয়ে আসছে ভূমি রক্ষা কমিটি। কিন্তু কোনো ফল না মেলায় বুধবার দুর্গাপুরের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সিটিসেন্টারে দপ্তরের সামনে ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়ের নেতৃত্বে অবস্থান বিক্ষোভে বসেন ভূমি রক্ষা কমিটির সদস্যরা। খবর পেয়ে আসে পুলিশ। সেখান থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে চাইলে পুলিশের সাথে বচসা ও ধ্বস্তাধ্বস্তি শুরু হয়। পড়ে পুলিশ ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় সহ বিক্ষোভকারীদের আটক করে নিয়ে যায়।
ধ্রুবজ্যোতিবাবু জানান, “অন্ডালের ডিভিসি তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাইয়ে অতিষ্ট এলাকাবাসী। সেই ছাইয়ের দূষণে রোগাক্রান্ত হচ্ছে গোপালমাঠ সহ সংলগ্ন এলাকা। এছাড়াও গোপালমাঠ সংলগ্ন একটি সিমেন্ট কারখানার ধোঁয়াতেও অসুখ বিসুখ হচ্ছে স্থানীয়দের। বিষয়টি নিয়ে বহুবার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে জানালেও কাজের কাজ কিছু হয়নি। তাই বাধ্য হয়ে এই প্রতিবাদে সামিল হতে হয়েছে। পুলিশ আমাদের প্রতিবাদ করতে দিচ্ছে না। আমাদের অবস্থান বিক্ষোভ তুলে দিলো। জোর করে আটক করে নিলো। আসলে কারখানাগুলির কাছে পুলিশ বিক্রি হয়ে গেছে। কিন্তু আমাদের এভাবে থামাতে পারবে না। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।”