শহীদ দিবস উপলক্ষে দুর্গাপুরে অনুষ্ঠিত হলো ‘ঐক্যের জন্য দৌড়’

আমার কথা, দুর্গাপুর,২৩ মার্চ:
শহীদ ভগত সিং -শুকদেব -রাজগুরুর ৯৫ তম শহীদ দিবস উপলক্ষে আজ সিআইটিইউ অনুমোদিত হিন্দুস্তান স্টিল এমপ্লইজ ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ঐক্যের জন্য দৌড়’। অনুষ্ঠানের সূচনা হয় শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। এই দৌড়ের সুচনা করেন প্রাক্তন অলিম্পিয়ান বিশিষ্ট ক্রীড়াবিদ ভোগীরথ সামুই, যিনি অলিম্পিকে শুটিং ইভেন্টে অংশ গ্রহণ করেছিলেন। ছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ ডাক্তার সুবর্ণ গোস্বামী। ছিলেন বাম নেতা গৌরাঙ্গ চ্যাটার্জি, প্রাক্তন মেয়র রথীন রায়, বাম নেতৃত্ব এবং একাধিক প্রাক্তন ও বর্তমান ক্রীড়াবিদ। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ৫২ জন মহিলা সহ ১৪৭:Lion ক্রীড়াবিদ। পুরুষদের জন্য এই প্রতিযোগিতার দূরত্ব ছিল ১০ কিমি আর মহিলাদের জন্য ছিল ৫ কিমি। এই দৌড়কে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে প্রচুর উৎসাহ, উদ্দিপনা লক্ষ করা যায়।