খুন নাকি আত্মহত্যা? বিয়ের দু’মাসের মধ্যে কাঁকসায় গৃহবধূর রহস্য মৃত্যু
আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৪এপ্রিলঃ
কাঁকসার বিদবিহারের এঁটেডাঙ্গালে মঞ্জু ডোম(১৮) নামে এক গৃহবধূর মৃত্যুকে ঘিরে রহস্য দানা বেঁধেছে। মঞ্জু ডোমের স্বামী বিশ্বজিৎ ডোম পলাতক।
এঁটেডাঙ্গালের বাসিন্দা বিশ্বজিৎ ডোমের সাথে মাস দুয়েক আগে বিয়ে হয় বীরভূমের শীর্ষা গ্রামের বাসিন্দা মঞ্জু ডোমের। পারিবারিক অশান্তির কারণে মাঝে মাঝে ঝামেলা হতো বলে জানা গেছে। এলাকার এক বাসিন্দা জানান এদিন গৃহবধূর স্বামী গ্যাসের সিলিন্ডার আনতে গেছিল। তারপর এসে দেখেন তার স্ত্রী মঞ্জু গলায় ওড়না দিয়ে আত্মঘাতী করেছে। অপরদিকে মঞ্জুর বাবার বাড়ির লোকজনের অভিযোগ শ্বাসরোধ করে খুন করা হয়েছে মঞ্জুকে। গৃহবধূর পিসতুতো দাদা দীপক ডোম জানান মঞ্জু খুব ভালো মেয়ে ছিলো। মাস দুয়েক আগে বিয়ে হয় তাদের। বিয়ের পর থেকেই ঝামেলা লেগে থাকতো বলে জানান। দীপক বাবু জানান দিন তিনেক আগে থেকে ঝামেলা লেগেই ছিলো। শেষমেষ তাদের বোনকে মেরেই দেওয়া হলো বলে অভিযোগ জানান তাঁরা।
এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাঁকসার মলানদীঘি ফাঁড়ির পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।