বাঁশকোপায় লরির পেছনে বাইকের ধাক্কা, আশঙ্কাজনক আরোহী
আমার কথা, পশ্চিম বর্ধমান(রাজবাঁধ), ২৪জুলাইঃ
লরির ধাক্কায় গুরুতর জখম হলেন এক বাইক আরোহী। দুর্ঘটনাটি ঘটে কাঁকসা থানার অন্তর্গত বাঁশকোপা এলাকায় ২নং জাতীয় সড়কের উপরে। বাইক আরোহী চট্টোপাধ্যায়(৪৩) পূর্ব বর্ধমানের আউশগ্রামের জামতারা গ্রামের বাসিন্দা ছিলেন বলে পুলিশ সুত্রে জানা গেছে।
প্রতক্ষ্যদর্শীদের মতে নিজের বাড়ি ফেরার পথে বাঁশকোপায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে ঘটে এই দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় কাঁকসা ট্রাফিক পুলিশ। আহত বাইক আরোহীকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধার করা হয়েছে বাইকটিও।