এবার করোনায় আক্রান্ত খোদ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার?
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ২৪জুলাইঃ
এবার পশ্চিম বর্ধমান জেলায় ক্রমশ করোনায় আক্রান্ত হয়ে পড়ছেন পুলিশকর্মীরা। কোনো এলাকায় করোনা আক্রান্তের খবর মিললেই ছুটতে হচ্ছে পুলিসকে। সেই রোগীকে সঠিকভাবে হাসপাতালে পাঠানো হল কিনা, রোগীর বসবাসের জায়গা ঠিকমতো জীবানুমুক্ত করা হল কিনা, পরিযায়ী শ্রমিকরা ঠিক মতো নিজেদের জায়গায় ফিরতে পারল কিনা, রোগীর সংস্পর্শে আসা অন্যান্যদের সোয়াব পরীক্ষায় পাঠানো, এ সমস্তটাই দেখভালের দায়িত্ব পালন করতে হচ্ছে পুলিশকে। ফলে এই কাজকর্মগুলি করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে পড়ছেন পুলিশকর্মীরা। শুধু তাই নয় আক্রান্ত হয়ে পুলিশকর্মীর মৃত্যু হয়েছে এরকম ঘটনাও ঘটছে।
ইতিমধ্যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত রানীগঞ্জ থানায় এক সাথে ১৪ জন পুলিশকর্মী করোনায় আক্রান্ত হয়েছে। দুর্গাপুর পুলিশের অন্তর্গত তিনটি থানায় ৩ জন পুলিশ আধিকারিকও করোনায় আক্রনাত হয়ে মলানদিঘির করোনা হাসপাতালে চিকিৎসাধীন। তার ফলে পুলিশমহলে তো বটেই সাধারন মানুষের মধ্যেও আতঙ্কের বাতাবরন তৈরী হয়েছে। এবার আরো একধাপ এগিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের খোদ পুলিশ প্রধান(কমিশনার) সুকেশ জৈন করোনা ভাইরাসের শিকার এরকমই এক আশঙ্কা ছড়িয়েছে পুরো শিল্পাঞ্চল জুড়ে। যদিও এ বিষয়ে প্রশাসনের তরফে কোনো স্বীকারোক্তি মেলেনি।
এ বিষয়ে জেলাশাসক পূর্ণেন্দু মাজির কাছে জানতে চাইলে তিনি বলে “এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। কারন আমার হাতে ওনার সোয়াব পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছয়নি।”
তবে সুত্রের খবর, পুলিশ কমিশনার সুকেশ জৈন অসুস্থ আছেন। বাড়িতে রয়েছেন আর তাঁর চিকিৎসা চলছে। স্বভাবতই এ বিষয়টি ঘিরে এক আতংকের পরিবেশ তৈরী হয়েছে পুলিশমহলে।