লকডাউনের মধ্যে বেনাচিতিতে গাড়ি থেকে মদের বোতল উদ্ধার, আটক ২ যুবক
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৫জুলাইঃ
লকডাউন চলাকালীন গাড়ি থেকে মদের বোতল উদ্ধার করল পুলিশ। বোতল রাখার সদুত্তর দতে না পারায় পুলিশ তাদের থানায় নিয়ে যায় আটক করে। ঘটনাটি দুর্গাপুরের বেনাচিতি এলাকায় ঘটে।
আজ সম্পূর্ন লকডাউনের দ্বিতীয় দিনে সকাল থেকেই দুর্গাপুর পুলিশ পথে নেমে একেবারে কড়া ভাবে টহলদারি চালাচ্ছিল। সেই সময় বেনাচিতি এলাকা দিয়ে দুই যুবক গাড়ি নিয়ে যাচ্ছিল। পুলিশ সুত্র জানা গেছে, যখন তাদের গাড়িতে তল্লাশী চালানো হয় সেই সময় গাড়ি থেকে মদের বোতল উদ্ধার করে পুলিশ। গাড়িতে কেন মদের বোতল রয়েছে আর এই লকডাউন তাঁরা কোথায় বা যাচ্ছিল সে বিষয়ে ওই দুই যুবক কোনো সদুত্তর দিতে না পারায় পুলিশ তাদের আটক করে দুর্গাপুর থানায় নিয়ে যায়। পুলিশ সুত্রে আরো জানা যায় ওই দুই যুবক হাওড়ার উত্তরপাড়ার বাসিন্দা।