দুর্গাপুরের পানীয় জলে লাগল রাজনৈতিক রং
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৬জুলাইঃ
দুর্গাপুরের পানীয় জল নিয়ে এবার রাজনৈতিক তরজা তুঙ্গে। দুর্গাপুর নগর নিগম যে পানীয় জল পান করাচ্ছে শহরবাসীদের সেই জলই পান করছে কেন্দ্রীয় সংস্থা সিএমইআরআই এর দুর্গাপুর শাখার আবাসিকরাও। সেই জলে মিলেছে ব্যাকটেরিয়া এমনটাই দাবি করছে এই সংস্থা। কিন্তু তাদের এই দাবি মানতে নারাজ দুর্গাপুর নগর নিগম। জলদপ্তরের মেয়র পারিষদ পবিত্র চ্যাটার্জী বলেন যে, দুর্গাপুর নগর নিগম থেকে প্রতিদিন পুরো শহরে প্রায় সাড়ে সাত লক্ষ মানুষ দুশ’ লক্ষ গ্যালন জল পান করছেন। একজনেরও আজ পর্যন্ত্য ডায়েরিয়া বা কোনো পেটের সমস্যা হয়নি। সিএমআরআইকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনাদের কেউ কি জল খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন তখন তাঁরা জানান যে তাদের কেউ এখনও পর্যন্ত্য এই জল খেয়ে অসুস্থ হননি। আসলে ওই সংস্থার কয়েকজন আধিকারিক বিজেপির হয়ে কথা বলছেন। আমি তাদের কথা মানতে নারাজ। আমি দেখব সাধারন মানুষের অসুবিধা হচ্ছে কিনা। সাধারন মানুষ যদি বলেন তাহলে আমরা সেটা অবশ্যই দেখব।
মেয়র পারিষদের এহেন মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির জেলা সভাপতি লক্ষণ ঘোড়ুই বলেন যে, জলের আরেক নাম জীবন। নিশ্চয়ই জলের কোনো সমস্যা হয়েছে বলেই সি এম ই আর আই থেকে এই অভিযোগ করছেন। দুর্গাপুর নগর নিগম সেই বিষইয়টি নিয়ে না ভেবে কেন্দ্র সরকারকে তেনে এনে তাঁকে দাগ লাগানো বা তা নিয়ে রাজনীতি করা ঠিক নয়। আসলে বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে,হার নিশ্চিত জেনেই এখন সব কিছুতে বিজেপির ভুত দেখছে। ভুত না দেখে বরং কি সমস্যা হয়েছে সেদিকে নজর দেওয়া উচিত। আসলে দুর্গাপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এতটাই বেড়ে গেছে যে কে কোন কাজটা দেখবে তা নিয়ে নিজেদের মধ্যে তৈরী হচ্ছে সমস্যা।