দেড় দিন নিখোঁজ থাকার পর দুর্গাপুরে পাতকুয়ো থেকে উদ্ধার হল মোটর মেকানিকের মৃতদেহ
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৭জুলাইঃ
পাতকুয়োয় পড়ে মৃত্যু হল এক ব্যাক্তির। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুর থানার অন্তর্গত রঘুনাথপুরে। মৃতের নাম পলাশ রায়(৩৬)। ওই ব্যাক্তি পেশায় একজন মোটর মেকানিক ছিলেন। দুর্গাপুর ইস্পাত নগরীর এ জোনের ডি সেক্টর মার্কেটে তাঁর একটি গাড়ি সারাইয়ের গ্যারেজ রয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, গতকাল রবিবার ভোর ৪টের পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর তাঁর খোঁজ চালানো হচ্ছিল। কোথাও তাঁর সন্ধান না মেলায় বিকেলের পর থানায় গিয়ে মিসিং ডায়েরী করেন ওই ব্যাক্তির বন্ধুরা। এরপর আজ পলাশবাবুর পাশের বাড়িতে জঙ্গল পরিষ্কারের কাজ চলছিল। যে যুবক জঙ্গল পরিষ্কারের কাজ করছিল সে কাজের শেষে ওই বাড়ির পাতকুয়োয় স্নান করার জন্য জল তুলতে গেলে দেখে পাতকুয়োর জলে কিছু ভাসছে। তা দেখে সন্দেহ হওয়ায় পাতকুয়োর জলে কাঁটা ফেলা হয়। কাঁটার সাথে প্যান্টের ছেঁড়া টুকরো উঠে আসে। আর সেই টুকরোটি পলাশবাবুর বলেই সনাক্ত করেন এলাকাবাসীরা। এরপরেই পুলিশে খবর দিলে দুর্গাপুর থানার পুলিশ ও দমকল কর্মীরা গিয়ে পাতকুয়ো থেকে পলাশবাবুর মৃতদেহ উদ্ধার করে। পুলিশ সহ প্রতিবেশীদের প্রাথমিক অনুমান পলাশবাবু সম্ভবতঃ পাতকুয়োয় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন। একটি সুইসাইড নোটও পাওয়া গেছে। তাতে লেখা রয়েছে তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।
পলাশবাবুর প্রতিবেশী সুদীপ রায় জানান, পলাশবাবুর এক মেয়ে ও এক ছেলে রয়েছে। কিন্তু গত এক বছর ধরে তাঁর স্ত্রী সন্তানদের নিয়ে হাবড়ায় তাঁর শ্বশুরবাড়িতে রয়েছেন। সম্ভবতঃ কোনো পারিবারিক অশান্তির কারনে মানসিক অবসাদে ভুগছিলেন পলাশবাবু, আর সেই কারনেই হয়ত তিনি আত্মঘাতী হয়েছেন।