অবশেষে উদ্ধার হল দামোদরে তলিয়ে যাওয়া গোপালমাঠের চার পড়ুয়ার নিথর দেহ
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৮জুলাইঃ
পুলিশ ও প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা দলের চেষ্টায় অবশেষে উদ্ধার হল দামোদরের জলে তলিয়ে যাওয়া গোপালমাঠের চারজন পড়ুয়ার নিথর মৃতদেহ। গতকাল সোমবার বিকেল পর্যন্ত্য তারা শিবু, সব্যসাচী ও সৌরভের দেহ উদ্ধার করতে পারলেও খোঁজ মেলেনি রাহুলের। এদিকে অন্ধকার হয়ে যাওয়ায় উদ্ধারকাজও বন্ধ করে দিতে হয়। এরপর ফের আজ ভোর থেকে শুরু হয় তল্লাশী। সকাল ৭টা নাগাদ দামোদরের ওয়ারিয়া ঘাট থেকে রাহুলের মৃতদেহও উদ্ধার করা হয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ওই চার পড়ুয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোপাললমাঠ এলাকায়।
প্রসঙ্গতঃ গতকাল সোমবার শিবের পুজো করার উদ্দেশ্যে শিবু, রাহুল, সব্যসাচী ও সৌরভ সহ তাদের আরো দুই বন্ধু গৌরব ও ইন্দ্রনীল অন্ডালের কুটীর ডাঙ্গাল ঘাটে যায় দামোদরে স্নান করে পুজোর জন্য জল নিতে। কিন্তু স্নানে নেমে ওই ছয় বন্ধুর মধ্যে চারজন জলে তলিয়ে যায়। বাকি দুই বন্ধুর চিৎকার শুনে এলাকাবাসীরা ছুটে এসে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ও প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার দল এসে উদ্ধারকাজ শুরু করে। স্থানীয় সুত্রে জানা গেছিল যে গোপালমাঠের ব্বাসিন্দা ওই ছয় পড়ুয়া এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভাল ফলাফল করায় তাদের মানত ছিল শ্রাবন মাসের প্রতিটি সোমবার তাঁরা সিবের মাথায় জল ঢেলে পুজো করবে। সেই মতোই গতকাল তাঁরা পৌঁছে গেছিল দামোদরে। কিন্তু পুজো তো দেওয়া হলই না, মর্মান্তিক এই দুর্ঘটনা চারজন মায়ের কোল খালি করে দিল।