বিশেষভাবে সক্ষম যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করে পলাতক যুবক
আমার কথা, পূর্ব বর্ধমান(বর্ধমান), ১ আগস্টঃ
যুবতী বিশেষভাবে সক্ষম, তাঁর দুটি পাই অসাড়। নিতান্ত দরিদ্র পরিবারের মেয়ে। বাবা টোটো চালিয়ে কোনোরকমে সংসারটা চালান। এমতবস্থায় বছর পাঁচেক আগে বর্ধমান শহরের বসবাসকারী সমরেশ সামন্তর সাথে সম্পর্ক গড়ে ওঠে ওই যুবতীর। তবে মাঝে সেভাবে বেশ কিছুদিন যোগাযোগও ছিল না দুজনের মধ্যে। এরপর রাজ্যে লকডাউন শুরু হওয়ার পর ফের দুজনের মধ্যে যোগাযোগ আর তার থেকেই বাড়ে ঘনিষ্টতা। এখন যুবতীর অভিযোগ সমরেশ তাঁকে বিয়ে করবে এরকম প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করে। এরপর বিষয়টি যুবতীর মায়ের কানে পৌঁছলে তিনি সমরেশকে বিয়ের জন্য বলেন। কিন্তু অভিযোগ সমরেশ ওই যুবতীকে বিয়ে করতে অস্বীকার করে এমনকি বিয়ের প্রস্তাব পাওয়ার পর থেকে যুবতীর বাড়ি যাওয়াও বন্ধ করে দিয়েছে ওই যুবক বলে অভিযোগ। এরপর যুবতীর পরিবার সমরেশের পরিবারের কাছেও বিয়ের প্রস্তাব রাখে। তখনও সেই প্রস্তাব নাকজ করে দেয় সমরেশ। সাথে এও অভিযোগ উঠছে যে যুবতীর পরিবারকে হুমকিও দেওয়া হয়।
এদিকে সমরেশ সমস্ত অভিযোগ অস্বীকার করে বলে যে ওই যুবতীর সাথে তার কোনো সম্পর্ক নেই। বিয়ের প্রস্তাব নাকচের পর বর্ধমান থানায় সমরেশের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয় ওই যুবতীর পরিবারের পক্ষ থেকে। এরপরেই গা ঢাকা দেয় অভিযুক্ত ওই যুবক।