আইভির খুনে গর্জে উঠলেন কাজোরা গ্রামবাসীরা, ফাঁসির দাবিতে সোচ্চার হলেন স্থানীয়রা
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাজোরা), ৩ আগস্টঃ
কাজোরার মেয়ে আইভির খুনের ঘটনায় এবার গর্জে উঠল গ্রামবাসীরা। অপরাধীর এই জঘন্যতম অপরাধের একমাত্র শাস্তি ফাঁসির দাবিতে সরব হন তাঁরা। গতকাল অর্থাৎ রবিবার সন্ধ্যেয় কাজোরা গ্রামের বাসিন্দারা মোমবাতি হাতে মৌন মিছিল করেন। সেই মিছিল থেকে আইভির স্বামী বিক্রম রায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
প্রসঙ্গতঃ স্বামীর প্রথম বিয়ে জেনে যাওয়ার পরেও উখরায় স্বামীর বাড়িতে গিয়ে সংসার করতে চাওয়ার জন্য বিক্রম রায়ের উপর চাপ সৃষ্টির করার কারনে কাজোরায় নিজের বাড়িতে স্বামী বিক্রম রায়ের হাতে খুন হতে হয় আইভিকে। প্রথমে তাঁকে কাঠ দিয়ে মেরে অজ্ঞান করে, তারপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফের মৃত্যু নিশ্চিত করতে গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে মেরে ফেলা হয় আইভিকে।