সিসিটিভি ধরিয়ে দিল বাইক চোরকে, কাঁকসা পুলিশের জালে কুখ্যাত সেখ আরোজ
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ৪আগস্টঃ
সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত আর সেই তদন্তে পুলিশের জালে ধরা পড়ল এক কুখ্যাত বাইক চোর সেখ আরোজ। সাথে উদ্ধার হল চুরি যাওয়া বাইকটি ও চুরির পোশাক। সেখ আরোজকে দুর্গাপুর আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে পুলিশী হেফাজতের নির্দেশ দেয় আদালত।
পুলিশ সুত্রে জানা গেছে চলতি বছরের মার্চ মাসে দুর্গাপুরের মুচিপাড়া থেকে একটি বাইক চুরি যায়। থানায় অভিযোগ দায়ের হওয়ার পর তদন্তে নামে পুলিশ। এলাকায় লাগানো সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। তাতে যে ব্যাক্তিকে বাইক চুরি করতে দেখা যায় তার সাথে মিল পাওয়া যায় বীরভূমের দুবরাজেরপুরের বাসিন্দা বাইক চুরি চক্রের যুক্ত সেখ আরোজের। এরপর বীরভূম পুলিশের সাথে যোগাযোগ করার পর কাঁকসা পুলিশ জানতে পারে এক সাব ইন্সপেক্টর খুনের ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে পুলিশ হেফাজতে রয়েছে সেখ আরোজ। এরপর তাঁকে নিয়ে আসা হয় কাঁকসা থানায়। তাঁকে জেরা শুরু করে পুলিশ। জেরায় কাঁকসা পুলিশ জানতে পারে চুরি যাওয়া বাইকটির সন্ধান। শুধু তাই নয় সেদিন যে পোশাক পরে বাইক চুরি করেছিল সেখ আরোজ যা কিনা সিসিটিভি ফুটেজ থেকে উদ্ধার করা হয়, সেই পোশাকটিও সেখ আরোজের বাড়িতে পাওয়া যায়। এরপরেই বাইক চুরির অপরাধে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় বাইক চুরির মূল পান্ডা কুখ্যাত সেখ আরোজকে।
অপরাধের তদন্তে বর্তমানে সিসিটিভি ক্যামেরা যে বড় সহায়ক হয়ে দাঁড়িয়েছে পুলিশের কাছে সে বিষয়টি স্বীকার করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা বলেন যে, “বাইক চুরির এই ঘটনায় সিসিটিভি ক্যামেরা আমাদের অনেক বড় সাহায্য করেছে। আমাদের এই কেস সমাধান করতে দারুনভাবে সাহায্য করেছে এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ। সেখ আরোজ একজন কুখ্যাত বাইক চোর। বিভিন্ন থানায় তাঁর নামে নানা কেসের সাথে নাম জড়িয়ে অভিযোগ দায়ের করা আছে। আগামীদিনে আরো চুরি যাওয়া বাইক আমরা উদ্ধার করতে পারব বলে আশাবাদী। সাথে আগামীদিনে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আওতাধীন এলাকাগুলিতে সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও আমাদ্র রয়েছে যাতে অপরধা দমনের ক্ষেত্রে আমাদের সুবিধা হয়। বিশেষ করে হোটে, শপিং মল সহ এমন সব জায়গা যেখানে অপরাধ ঘটার একটা প্রবনতা রয়েছে।”