রামমন্দিরের ভূমি পুজো উপলক্ষ্যে দুর্গাপুরে ডিজে বক্স বাজিয়ে বাইক র্যালি করে স্বাস্থ্যবিধি উলঙ্ঘনের অভিযোগ
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৬ আগস্টঃ
উত্তরপ্রদেশের অযোধ্যা জেলায় রামমন্দির প্রতিষ্ঠা উপলক্ষ্যে গতকাল ভূমি পুজো হল আর সেই উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার দুর্গাপুরে একটি বাইক র্যালির আয়োজন করা হয় হিন্দুত্ববাদী সংগঠনেরর পক্ষ থেকে। এই র্যালিতে বিজেপি সমর্থকদেরও অংশ নিতে দেখা যায়। এদিন দুটি র্যালি বের করা হয় দুর্গাপুর ইস্পাত নগরীর এ জোন ও বি জোন এলাকায়। এ জোনের বাইক র্যালিটি বের হওয়ার পর কিছুটা যেতেই লাল ময়দানের কাছে তাদের পথ আটকায় দুর্গাপুর থানার পুলিশ বলে অভিযোগ। পুলিশ সুত্রে জানা গেছে, এই বাইক র্যালির জন্য কোনো প্রশাসনিক অনুমতি নেওয়া হয়নি। শুধু তাই নয় এই বাইক র্যালিতে অংশগ্রহঙ্কারীদের মধ্যে অনেকেরই মাথা ছিল হেলমেট বিহীন। অর্থাৎ এই র্যালি “সেফ ড্রাইভ সেভ লাইভ” এর নিয়মকেও উলঙ্ঘন করেছে বলে অভিযোগ। এরপরেই উত্তেজনা ছড়ায় এলাকায়।
অপরদিকে, বি জোন এলাকায় একই উপলক্ষে বাইক র্যালি বের হয় বি জোন এলাকায়। করোনা আবহে সামাজিক দুরত্ব সহ স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রীতিমতো উৎসবের মেজাজে দেখা যায় র্যালিতে অংশগ্রহণকারীদের। র্যালি শেষে পুরো পথ জুড়ে ডি জে বক্স বাজিয়ে উদ্দাম নাচ গান চলতে থাকে যা প্রায় অবরোধের আকার নেয়। এই ঘটনাকে ঘিরে বেশ নিন্দার ঝড় ওঠে শিল্পাঞ্চল দুর্গাপুরে। দুর্গাপুরবাসীদের বক্তব্য যে যেখানে শিল্পাঞ্চলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা সেখানে স্বাস্থ্যবিধি উলঙ্ঘন করে সামাজিক দুরত্বকে না মেনে এই ধরনের অনুষ্ঠানের কি মানে?