জয়েন্ট এন্ট্রান্সে রাজ্যে দ্বিতীয় স্থান, দুর্গাপুরের শুভম পড়তে চায় কম্পিউটার সায়েন্স নিয়ে
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৭আগস্টঃ
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় এবার রাজ্যেবাসীর কাছে শিল্পাঞ্চল দুর্গাপুরের নাম উজ্জ্বল করল শুভম। দ্বিতীয় স্থান অধিকার করে দিএভি মডেল স্কুলের ছাত্র শুভম। শুভমের এই সাফল্যে বেশ গর্বিত তার বাবা মা
দুর্গাপুর ইস্পাত নগরীর বি জোনের এডিসন রোডের বাসিন্দা শুভম ঘোষের বাবা বিশ্বনাথ ঘোষ সৈনিক স্কুলের প্রাক্তন অধ্যাপক ও মা কল্যানী ঘোষ দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নার্স ইসেবে কর্মরত। বাবা মা ছাড়াও তার সাফল্যের পেছনে স্কুলের শিক্ষকদের অবদান অবশ্যই রয়েছে বলে জানান শুভম। ডিএভি মডেল স্কুলে প্রথম থেকেই পরাশুনা শুভমের। স্কুলে বরাবর ভাল রেজাল্ট করে আসছে শুভম। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকেও বেশ ভাল করেছে সে। উচ্চমাধ্যমিকে ৯৯.৪% নম্বর পান শুভম। শুভম জানান জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় দশের মধ্যে থাকবেন আশা করেছিলেন কিন্তু দ্বিতীয় হবেন বলে এতটা আশা করেননি। তবে পড়াশুনা শুধু নয় পাশাপাশি খেলাধূলাও ভালবাসেন। তবে শুভমের বাবা বিশ্বনাথবাবু জানান যে শুভম কমপিউটার সায়েন্স নিয়ে পড়াশুনা করতে চায়।