এবার এক মাস আগে SBSTC বাসের টিকিট কাটতে পারবেন যাত্রীরা, সিটি সেন্টারে উদ্বোধন হল প্রি বুকিং সেন্টারের
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৯ আগস্টঃ
ভারতীয় রেলে যেমন বেশ কয়েক মাস আগে টিকিট বুক করতে পারে ঠিক তেমনই এবার বাসযাত্রীদের জন্য প্রি বুকিং সিস্টেম অর্থাৎ এক মাস আগে বাসের টিকিট কেটে সিট বুক করতে পারবেন যাত্রীরা। করোনা আবহে সংক্রমণ এড়াতেই মূলতঃ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তরফে বাসযাত্রীদের জন্য এই পরিষেবা আনতে চলেছে এমনটাই জানালেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান কর্ণেল দীপ্তাংশু চৌধুরী। এই পরিষেবা দেওয়ার জন্য সারা রাজ্য জুড়ে মোট ৩৮টি সেন্টার তৈরি করা হচ্ছে যাকে বলা হচ্ছে “ইনফরমেশন কিয়স্ক”।
এরকমই একটি “ইনফরমেশন কিয়স্ক” এর আনুষ্ঠানিক উদ্বোধন হল আজ দুর্গাপুরের সিটি সেন্টারে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে কর্ণেল দীপ্তাংশু চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তি, সংস্থার এমডি গোদালা কিরন কুমার সহ আরো অনেকে।
এদিনের অনুষ্ঠান থেকে কর্ণেল দীপ্তাংশু চৌধুরী বলেন, করোনার এই পরিবেশে সমস্ত যাত্রীদের ভালো করে পরিষেবা পেতে পারেন, প্রত্যেক যাত্রী স্বাস্থ্যবিধি মেনে যাত্র ভাল করে বসে যাতায়াত করতে পারেন তাঁর জন্য এক মাস আগে টিকিট বুক করতে পারবেন আর তাঁর জন্যই এই ইনফরমেশন কিয়স্ক চালু করা হচ্ছে।” এছাড়াও তিনি আরো বলেন যে, গ্রামের মানুষদের বাসের পরিষেবা পেতে অনেক দূরে গিয়ে বাসের টিকিট কাটতে হয়। তাদের সুবিধার্থেও এই কিয়স্ক চালু করা হচ্ছে যাতে এই প্রি বুকিং সেন্টার থেকে টিকিট কেটে পরিষেবার লাভ ওঠাতে পারেন।”