এবার করোনার থাবা অন্ডাল ব্লক অফিসে, হেড ক্লার্ক করোনায় আক্রান্তের জেরে তিনদিনের জন্য দপ্তর বন্ধের ঘোষণা
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ১০ আগস্টঃ
দুর্গাপুর সহ সংলগ্ন এলাকাগুলিতে ক্রমশ বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। করনার কবলে যে শুধু সাধারন মানুষ তা নয়, করোনা থাবা বসাচ্ছে বিভিন্ন প্রশাসনিক দপ্তরগুলিতেও। ইতিমধ্যেই দুর্গাপুর মহকুমা প্রশাসনের দপ্তরে করোনায় আক্রান্ত হয়েছেন আধিকারিক থেকে শুরু করে বেশ কয়েকজন। এবার অন্ডালের ব্লক উন্নয়ন দপ্তরেও থাবা বসালো করোনা ভাইরাস। আর এই কোভিড ১৯ এর জেরে আজ অর্থাৎ সোমবার থেকে তিনদিনের জন্য বন্ধ থাকবে ব্লক উন্নয়ন দপ্তরটি এমনটাই জানা গেছে প্রশাসনের তরফে।
অন্ডাল ব্লক উন্নয়ন দপ্তর সুত্রে জানা গেছে, দিন কয়েক আগে ব্লক দপ্তর থেকে সমস্ত আধিকারিক সহ কর্মীদের লালারস পরীক্ষা করার জন্য পাঠানো হয়। সেই পরীক্ষাতে ওই দপ্তরের এক কর্মীর রিপোর্ট পজিটিভ আসে। যদিও প্রশাসন সুত্রে খবর দপ্তরে হেড ক্লার্ক পদে কর্মরত ওই কর্মীর আগে থেকে কোনো করোনার উপসর্গ দেখতে পাওয়া যায়নি। ওই কর্মী আসানসোলের বাসিন্দা আর সেখান থেকেই রোজ দপ্তরে যাতায়াত করেন। গত শুক্রবারও তিনি দপ্তরে এসেছিলেন। এরপরেই ওই আধিকারিককে মলানদিঘির করোনা হাসপাতালে নয়ে ভর্তি করা হয় এদিকে ব্লক উন্নয়ন আধিকারিক ঋত্বিক হাজরা জানান যে, করোনা সংক্রমন এড়াতে আগামী তিনদিন দপ্তর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।