দুর্গাপুরের পর এবার অন্ডালে স্বস্তির হাওয়া, রিপোর্ট নেগেটিভ
আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৬এপ্রিলঃ
দিন কয়েক আগে অন্ডালের কুলডাঙ্গা গ্রামের বাসিন্দা নারায়ন মন্ডল নামে এক বয়স্ক ব্যাক্তি শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে কলকাতায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর তাঁকে বেলেঘাটা আই ডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অপরদিকে অন্ডাল থানার পুলিশ নারায়ণবাবুর পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য নির্দেশ দিয়ে আসে। সব মিলিয়ে বিষয়টি জানাজানি হতেই কুলডাঙ্গা গ্রামের বাসিন্দাদের মধ্যে করোনার আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসীদের বক্তব্য যে ওই ব্যাক্তি যদি করোনায় আক্তান্ত হয়ে থাকে তাহলে তো এলাকাতেও করোনা ভাইরাস ছড়ানোর সম্ভাবনা রয়ে যাচ্ছে। আর তা নিয়েই এলাকাবাসীদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়েছে।
তাই এলাকাবসীদের মন থেকে করোনার আতংক দূর করতে সাথে তাদের দাবি অনুযায়ী আজ বৃহস্পতিবার নারায়নবাবু যে আবাসনে থাকতেন সেই আবাসন সহ আশেপাশের আবাসনগুলি জীবানুমুক্ত করতে রানীগঞ্জ দমকল বিভাগের কর্মীরা গিয়ে জীবানুনাশক স্প্রে করেন। এরপরেই অনেকটা স্বস্তি ফিরে এসেছে কুলডাঙ্গা এলাকার বাসিন্দাদের মধ্যে।