কাঁকসায় বেআইনী শ্মশান পুকুর ভরাট রুখতে হিন্দুদের পাশে দাঁড়ালো মুসলিমরা
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১২আগস্টঃ
জুলাই মাসে ২৮ তারিখ কাঁকসা দার্জিলিং মোড় সংলগ্ন এলাকায় একটি শ্মশানের পুকুর ভরাটকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ লক ডাউন এর সুযোগ নিয়ে এলাকার এক প্রভাব শালী ব্যক্তি পুকুর ভরাট করে প্রোমোটিং এর করছে। সেই সময় কাঁকসা থানার পুলিশ এসে পুকুর ভরাট বন্ধ করে দেয়। পরে এলাকার মানুষ বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষরাই রুখে দাঁড়ান, হিন্দুদের শ্মশান পুকুর ভরাট বন্ধ করে। পরে এলাকার মানুষ লিখিত অভিযোগ করে কাঁকসা প্রশাসনের কাছে। বুধবার কাঁকসা ভুমি দপ্তরের আধিকারিক সুব্রত ঘোষ জানিয়েছেন এই পুকুর ভরাট বেআইনি ভাবে করা হচ্ছিল। যার জন্য সরকারি ভাবে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অবিলম্বে সম্পূর্ণভাবে মাটি তুলে নিতে হবে এবং আগের অবস্থায় করে দিতে হবে সাত দিনের মধ্যে, না হলে আরও গুরুতর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। এলাকার মানুষ প্রশাসনের এই পদক্ষেপ গ্রহণ করায় খুশি। তবে এই ধরনের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় তার ব্যবস্থা যেন করে প্রশাসনের পক্ষ থেকে।