সরকারী উদ্যোগে লাউদোহায় বিনামূল্যে সোয়াব পরীক্ষা
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ১২আগস্টঃ
সারা দেশের সাথে লাফিয়ে লাফিয়ে এই রাজ্যেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনার কারণে মৃত্যুও বাড়ছে। ফলে ঘুম উড়েছে সরকারের। সারা বিশ্ব এখন তাকিয়ে আছে করোনার ভ্যাকসিন আবিস্কারের দিকে। তাই যতক্ষণ না ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে ততদিন করোনার হাত থেকে বাঁচতে কেন্দ্র ও রাজ্য সরকার ব্যাপক ভাবে গ্রাম ও শহরে প্রায় প্রত্যেকের সোয়াব টেস্টের ব্যবস্থার উপর জোর দিচ্ছে, যাতে সহজেই করোনা আক্রান্তের হদিস মেলে আর তার চিকিৎসার ব্যবস্থা করা যায়। তবে স্বস্তির খবর ভারতবর্ষে করোনায় সুস্থ্ হওয়ার হার অনেক বেশি অন্য দেশের তুলনায় ।
আজ বুধবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা পঞ্চায়েত এলাকার নতুনডাঙ্গা কমিউনিটি হলে গোগলা পঞ্চায়েতের উদ্যোগে বিনামূল্যে স্থানীয়দের সোয়াব পরীক্ষার আয়োজন করা হয়।
এই পরীক্ষায় এদিন গোগলা অঞ্চলের সমস্ত আইসিডিএস কর্মীদের সাথে সাধারণ মানুষের সম্পূর্ণ বিনামূল্যে কোভিড ১৯ এর জন্য সোয়াব পরীক্ষা করা হয়। চলতি মাসের ২২ তারিখ আবার এই ধরনের সোয়াব পরীক্ষার আয়োজন হবে বলে জানান চিকিৎসকরা।