বুদবুদে থানা থেকে ঢিল ছোঁড়া দুরত্বে হামলা, দুষ্কৃতিদের গুলিতে জখম স্বর্ণ ব্যবসায়ী
আমার কথা, পূর্ব বর্ধমান(বুদবুদ), ১৪আগস্টঃ
স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালালো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বুদবুদের থানা সুকানপল্লী এলাকায়। সমর সরকার নামে ওই ব্যবসায়ী গুলিতে জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
স্থানীয় বাসিন্দা প্রকাশ ঘোষ জানান যে, সমর সরকার নামে ওই স্বর্ণ ব্যবসায়ীর শ্বশুরবাড়ি সুকান্তপল্লী এলাকায়। আজ অর্থাৎ শুক্রবার সন্ধ্যে ছ’টা নাগাদ দোকান বন্ধ করে নিজের বাইকে করে যখন শ্বশুরবাড়ি যাচ্ছিলেন সেই সময় আচমকাই অপর একটি বাইকে করে তিনজন দুষ্কৃতি সেখানে পৌঁছে সমরবাবুকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি চালায়। একটি গুলি লাগে সমরবাবুর কানের পাশে। তিনি বাইক থেকে পড়ে যান। সেই অবস্থায় ওই তিন দুষ্কৃতি সমরবাবুর সঙ্গে যে ব্যাগটি ছিল সেটি কেড়ে নিয়ে চম্পট দেয়। তবে যাওয়ার সময় দুষ্কৃতিরা নিজেদের বাইকটি ফেলে রেখে পালিয়ে যায়। এরপর খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন এসিপি(কাঁকসা) শ্বাশতী শ্বেতা সামন্ত, বুদবুদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রমিত গাঙ্গুলী। সমরবাবুকে উদ্ধার করে প্রথমে পুরষা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বর্ধমানে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘটে বুদবুদ থানা থেকে ঢিল ছোঁড়া দুরত্বে। স্বভাবতই এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। সমরবাবুর ছিনতাই হয়ে যাওয়া ব্যাগে কি ছিল সেটা এই মুহূর্তে জানা যায়নি। তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।