স্বাধীনতা দিবসের প্রাক্কালে দুর্গাপুর স্টেশনে চিরুনী তল্লাশী
admin
August 14, 2020
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৪আগস্টঃ
রাত পেরোলেই ৭৪তম স্বাধীনতা দিবস, আর এই স্বাধীনতা দিবসে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা নাশকতামূলক ঘটনা না ঘটে তার জন্য আজ সকাল থেকে দুর্গাপুর স্টেশনে তল্লাশী চালানো হয় জিআরপির তরফে। রেলের লাইন থেকে শুরু করে স্টেশন চত্বর সর্বত্র চিরুনী তল্লাশী চালানো হয়। এমনিতেই করোনার কারনে ট্রেন চলাচলের সংখ্যা কম থাকলেও দুর্গাপুরে এসে দাঁড়ানো ট্রেনগুলি থেকে যাত্রীরা নামলে তাদের ব্যাগেও তল্লাশী চালানো হয়।