বার বার ফিরিয়ে দেওয়া তারপর ভর্তি নিয়েও চিকিৎসা না করায় রোগীর মৃত্যু অভিযোগ দুর্গাপুর মহকুমা হাসপাতালের বিরুদ্ধে
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৭আগস্টঃ
ফের চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠল দুর্গাপুর মহকুমা হাসপাতালের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার হাসপাতল কর্তৃপক্ষের। মৃতদেহ নিতে অস্বীকার রোগীর আত্মীয় পরিজনদের।
কাঁকসা থানার অন্তর্গত গোপালপুর এলাকার বাসিন্দা অনুরূপা বাউরি(১৯) পেটে ব্যাথা নিয়ে রবিবার এই সরকারী হাসপাতালে ভর্তি হন। রোগীর পরিবারের অভিযোগ, এমারজেন্সিতে অনুরূপাকে চিকিৎসক দেখার পর তাঁকে হাসপাতালে ভর্তি করে নেওয়া হয়। কিন্তু তারপর আর একবারের জন্যও কোনো চিকিৎসক অনুরূপাকে দেখেনি ফলে কার্যত বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে ওই মহিলার।
অনুরূপার পরিবারের আরো অভিযোগ এক মাস আগে অনুরূপা সন্তানসম্ভবা ছিল। সেই সময় দুর্গাপুর মহকুমা হাসপাতালে তাঁকে নিয়ে আসা হয়েছিল প্রসবের জন্য। কিন্তু তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। তখন তাঁরা বাধ্য হয়ে পানাওগড় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে তাঁকে ভর্তি করে। সেখানেই অনুরূপা সন্তানের জন্ম দেয়। তাঁর সাতাশ দিনের একটি সন্তান রয়েছে। সন্তান জন্মের পর থেকে অনুরূপা পেটের সমস্যায় ভুগছিল। গত ১৪ আগস্ট তাঁকে এই সরকারী হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। অভিযোগ এবারেও তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। এরপর গতকাল অনেক অনুরোধের পর অনুরূপাকে হাসপাতালে ভর্তি নেওয়া হয়। কিন্তু ভর্তির পর থেকেই কোনো চিকিৎসা না পেয়ে মারা গেছে অনুরূপা এমুটাই অভিযোগ আনছেন তাঁর পরিবার। আর তারই প্রতিবাদে অনুরূপার মৃতদেহ নিতে অস্বীকার করে তাঁর পরিবার। তাঁরা হাসপাতালের সুপারকে ঘিরে বিক্ষোভও দেখান। এরপর সুপার ডঃ ইন্দ্রজিৎ মাজি বিষয়টির তদন্তের আশ্বাস দিলে তাঁরা অনুরূপার মৃতদেহ গ্রহণ করেন।
অন্যদিকে হাসপাতাল সুপার ডঃ ইন্দ্রজিৎ মাজি চিকিৎসার গাফিলতিতে অনুরূপার মৃত্যু হয়েছে যে তা মানতে চাননি। তিনি জানান যে চিকিৎসকের দায়িত্বে অনুরূপাকে ভর্তি করা কয়েছিল তিনি ঠিক মতোই তাঁর দায়িত্ব পালন করেছেন। তবে মৃতার পরিবারের তরফে তাঁর কাছে লিখিত অভিযোগ যেহেতু দেওয়া হয়েছে তাই তিনি একটি কমিটি গঠন করে বিষয়টির তদন্ত করবেন।