হরিশপুরে ধস কবলিত এলাকার বাসিন্দাদের পুনর্বাসনের দাবিতে বাম কংগ্রসের যৌথ সভা
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ১৯আগস্টঃ
অন্ডালের ধস কবলিত হরিশপুরে দ্রুত পূনর্বাসন ও ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে বুধবার যৌথভাবে সভা করলো বামফ্রন্ট ও কংগ্রেস । হরিশপুরে স্থানীয় দুর্গামন্দিরে বেলা দশটার সভা শুরু হয়। বামফ্রন্টের পক্ষে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, বিবেক হোম রায় চৌধুরী, তুফান মন্ডল, ফরওয়ার্ড ব্লক নেতা ভবানী আচার্য, আরএসপি নেতা আশীষ চক্রবর্ত্তী , কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি তরুণ রায়, সিপিআই এর পক্ষে আর সি সিং সহ অন্যরা।
সভা শেষে তুফান মন্ডল জানান , ধস কবলিত হরিশপুরের বাসিন্দাদের দ্রুত পূনর্বাসন ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি নিয়ে এদিন সভায় আলোচনা হয়। আগামী মাসের ৯ সেপ্টেম্বর দুর্গাপুর মহকুমা শাসকের কাছে দাবির সমর্থনে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি নেয়া হয়েছে বলেও জানান তিনি । উল্লেখ্য গত মাসের ১৫ ই জুলাই হরিশপুর এলাকায় ভয়াবহ ধসের ঘটনা ঘটে। বেশ কয়েকটি বাড়ি যেমন ক্ষতিগ্রস্ত হয় তেমনিই কয়েকটি বাড়ি তলিয়ে যায় মাটির নিচে। ঘটনার পর আতঙ্কে অনেকেই ভিটেমাটি ছেড়ে পালাতে বাধ্য হন। থেকে যাওয়া বাসিন্দারা দ্রুত পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ দেখান। এমনকি জাতীয় সড়ক অবরোধ করা হয় খনি কর্তৃপক্ষের উদাসীনতা ও পুনর্বাসনের দাবিতে। গত ১৬ আগষ্ট ধস কবলিত হরিশপুর গ্রামে আসেন রাজ্যের মন্ত্রি মলয় ঘটক। পুনর্বাসন নিয়ে ইসিএলের উদাসীন ভূমিকা নিয়েও প্রতিবাদ জানান তিনি মলয় ঘটকও।