“যেমন বুনো ওল তেমন বাঘা তেঁতুল”-কাঁকসায় এবার ছেলের দেখানো পথেই হাঁটলেন বাবা
আমার কথা, পশ্চিম বর্ধমান (কাঁকসা), ২০আগস্টঃ
পারিবারিক অশান্তি গড়ালো থানা পর্যন্ত্য, মীমাংসা করতে শেষে হস্তক্ষেপ করতে হল পুলিসকে। এমনটাই পরিস্থিতি তৈরী হয়েছে কাঁকসার ক্যানেলপাড়ের বাসিন্দা চৌধুরী পরিবারে।
বৃদ্ধ বিপুল চৌধুরীর ছয় মেয়ে ও এক ছেলে নিয়ে সংসার। বৃদ্ধ বিপুল চৌধুরী ইতিমধ্যেই তাঁর সন্তানদের বিয়েও দিয়ে দিয়েছেন। বর্তমানে বিপুলবাবুর নাতনি ও তাঁর এক সন্তানকে নিয়ে দাদু দিদিমার কাছে থাকে। বিপুলবাবুরা যে ঘরে থাকেন তার পাশের ঘরে স্ত্রী অনিতা চৌধুরী ও তিন মেয়েকে নিয়ে থাকেন বিপুলবাবুর একমাত্র ছেলে শঙ্কর চৌধুরী। অভিযোগ আজ ভোরে বিপুলবাবুর ছেলের ঘরে তালা মেরে দেন তিনি ও তাঁর স্ত্রী। ফলে ঘরে আটকে পড়েন শঙ্কর চৌধুরী ও তাঁর পুরো পরিবার। খবর পৌঁছোয় কাঁকসা থানায়। পুলিশ গিয়ে তালা খুলে পুরো পরিবারকে উদ্ধার করে। এরপর সকলকে থানায় নিয়ে যাওয়া হয়।
এদিকে বিপুলবাবুর নাতনির অভিযোগ, তাঁর মামা অর্থাৎ বিপুলবাবুর ছেলে ও তাঁর স্ত্রী সপ্তাহ খানেক আগে বিপুলবাবু, তাঁর স্ত্রী ও নাতনিকে ঘরে আটকে রেখে দিয়েছিল। পরে প্রতিবেশীরা গিয়ে তাদের উদ্ধার করে। এবার তারই পাল্টা দিয়েছেন বিপুলবাবু বলে জানান তাঁর নাতনি।