দুর্গাপুরের কুড়ুরিয়া ডাঙ্গালে বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২২আগস্টঃ
এক বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল দুর্গাপুরের কুড়ুরিয়া ডাঙ্গাল এলাকা থেকে। মৃত বৃদ্ধের নাম আষাঢ় বাউড়ি। স্থানীয় সুত্রে জানা গেছে, ওই বৃদ্ধ প্রতিদিন নেশা করত। তবে বৃদ্ধের পরিবারে তা নিয়ে কোনো অশান্তি ছিল না।
জানা গেছে, আজ শনিবার দুপুরে মৃতের স্ত্রী কাজের থেকে বাড়ি ফিরে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। বার বার ডেকেও তাঁর স্বামীর সাড়া না পেয়ে প্রতিবেশীদের ডাকেন। তাঁরা এসে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে দেখেন বৃদ্ধ গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন। তা দেখে খবর দেওয়া হয় থানায়। দুর্গাপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। কিভাবে এই মৃত্যু আর মৃত্যুর কারন জানার চেষ্টা করছে পুলিশ। তবে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।