পেটে টিউমার সাধ্য নেই চিকিৎসার, তাই স্বেচ্ছা মৃত্যুর আর্জি দরিদ্র বিধবা বৃদ্ধার
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ২৪আগস্টঃ
একেই দরিদ্র বিধবা তাঁর উপর ব্যয়বহুল রোগে আক্রান্ত। এমতবস্থায় আর কোনো উপায়ন্তর না পেয়ে শেষে স্বেচ্ছা মৃত্যুর আর্জি জানালেন বিমতা বাউড়ি। পান্ডবেশ্বরের বাসিন্দা এই মহিলার পেটে টিউমার আর চিকিৎসার খরচ প্রচুর যা তাঁর সাধ্যের বাইরে।
বিমতা বাউড়ি, বয়স আনুমানিক পঞ্চাশ, পান্ডবেশ্বরের বাসিন্দা। তাঁর স্বামী গত হয়েছে বহুদিন হল। তাই পরিবারে সেভাবে বলতে গেলে রোজগেরে কেউ নেই। তাই মানবিকতার খাতিরে পাশে এসে দাঁড়িয়েছিলেন পাড়ারই কয়েকজন যুবক। কিন্তু ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করার মতো সাধ্য কতজনের আর কতদিনই বা থাকতে পারে। এই মুহূর্তে তাই তাদের হাতের বাইরে চলে গেলে চিকিৎসার ব্যয়ভার করার ক্ষমতা। তাই রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে স্বেচ্ছামৃত্যু চাইছেন ওই বৃদ্ধা।
স্থানীয় সমাজসেবী কীর্তন কোটাল বলেন, “আমরা সকলে মিলে চেষ্টা করেছি। আমরা স্থানীয় প্রশাসন এবং আমাদের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি মহাশয় এর কাছে বিমতাদেবীর এই চিকিৎসার জন্য সাহায্য প্রার্থী। বিধায়ক মহাশয় আমাদের পাণ্ডবেশ্বরের গরীবের ভগবান। তাই তার হস্তক্ষেপে যদি কিছু সুচিকিৎসার ব্যবস্থা হয় আমরা সকলেই উপকৃত হবো।”