জল ধরো জল ভরো প্রকল্পে লাউদোহায় মৎস্যজীবীদের মাছের চারা বিলি
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ২৬আগস্টঃ
দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ইচ্ছাপুর গ্রাম এলাকার মাছ চাষের জন্য মৎস্যচাষীদের দেওয়া হল মাছের চারা । বুধবার স্থানীয় বিবেকানন্দ ক্রীড়াঙ্গনে এই উপলক্ষে একটি অনুষ্ঠান হয় । উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায়, মৎস্য দপ্তর আধিকারিক বিবেক পন্ডিত সহ অন্যান্যরা।
বিবেক বাবু জানান এদিন ইচ্ছাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ৯৩ জন মৎস্যচাষীকে কুড়ি কেজি করে মাছের চারা ও পুকুরের জল পরিষ্কার করার জন্য কুড়ি কেজি করে চুন দেওয়া হল। দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির অন্তর্গত ৬ টি গ্রাম পঞ্চায়েত এলাকাতেই মৎস্যজীবীদের মাছের চারা বিলির কর্মসূচি চলছে বলে জানান তিনি । অন্যদিকে সুজিত বাবু বলেন এলাকার মৎস্যজীবীদের মাছের চাষের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।