সচেতন নাগরিক হিসেবে লকডাউনের নিয়ম মেনেই বিয়ে করলেন সৌরভ-সাথী
আমার কথা, পশ্চিম মেদিনীপুর, ১৭এপ্রিলঃ
করোনা সংক্রমন এড়াতে রাজ্যে চলছে লকডাউন আর সেই লকডাউনের নিয়মই হল ঘরে থাকুন আর একান্তই বাইরে বেরোতে হলে একে অপরের সাথে সতর্কতামূলক সামাজিক দুরত্ব বজায় রাখুন। সচেতন নাগরিক হিসেবে সরকারের এই নির্দেশিকা মানা উচিত নিজের আর সমাজের সুস্থতার জন্য। আর সচেতন নাগরিকের পরিচয় দিলেনও সৌরভ ও সাথী।
করোনার এই ভয়ানক পরিস্থিতি তৈরির অনেক আগেই পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের সৌরভ ও ঝাড়গ্রামের বাসিন্দা সাথীর দুই পরিবারের সমতে বিয়ে ঠিক হয়েছিল। যখন বিয়ের দিন স্থির হয় তখনও ওই যুগল বা তাদের পরিবার ঘুণাক্ষরেও বুঝতে পারেননি যে আগামী দিনগুলোতে কি মারাত্মক পরিস্থিতি তৈরী হতে চলেছে। যাই হোক নির্ধারিত বিয়ের দিনেই খড়গপুর লোকাল থানার অন্তর্গত দক্ষিণ তালবাগিচা এলাকার ৩৫ নং ওয়ার্ডে সৌরভ ও সাথীর চার হাত এক হয়ে গেল একদম নিয়ম মেনে। তবে লকডাউনের মধ্যে এই বিয়ে হলে লকডাউনের সমস্ত নিয়ম মেনেই তাঁরা বিয়ে করলেন। লকডাউন এর মুহূর্তে যথাযত সামাজিক দূরত্ব বজায় রেখে নব দম্পতি মুখে মাস্ক পড়ে সারলেন বিয়ে। সমাজে সচেতনতার বার্তা দিলেন এই নব দম্পতি। মুখে মাস্ক পড়ে মালা বদল থেকে সিঁদুর দান সবকিছু সুন্দর ভাবে সুসম্পন্ন হয়।
এর পাশাপাশি অসহায় দুঃস্থ মানুষদের কথা ভেবে তারা অর্থ তুলে দেন বঙ্গ যুব শক্তির প্রেসিডেন্ট অসিত পাল এর হাতে। শুধু তাই নয় বঙ্গ যুব শক্তি ৫০০ জন অসহায় মানুষদের হাতে প্রতিদিন খাবার তুলে দিচ্ছে। সেই দু দিনের খাবার এর দায়িত্ব নিলেন এই নব দম্পতি। এদিন উপস্থিত ছিলেন এই ওয়ার্ড এর কাউন্সিলর জহর লাল পাল এবং পুলিশ প্রশাসন আধিকারিকরা।