পানাগড়ে ধানক্ষেতের জালে আটকা পড়ল বিশাল ময়াল সাপ
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ২৭আগস্টঃ
ধানক্ষেতে ছাগল গরু আটকানোর জালে সাত সকালে ধরা পড়ল এক বিশালাকার ময়াল সাপ। পানাগড় গ্রামে বাইপাসের ধারে একটি ক্ষেতের ধারে জালের মধ্যে প্রায় ছয় ফুট দৈর্ধ্যের এই সাপটিকে আটকে থাকতে দেখে বনদপ্তরকে খবর দেন স্থানীয়রা। বনদপ্তর থেকে এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। সাপটিকে দেখার জন্য উৎসুক এলাকাবাসীদের ভিড় উপচে পড়ে। তবে কা৬কসা এলাকায় এরকম সাপ এর আগেও বহুবার ধরা পড়েছে বলে জানান এলাকাবাসীরা। তবে তার মধ্যেও পাশেই জনঘনবসতিপূর্ণ এলাকার কাছাকাছি এত বড় একটি সাপ ধরা পরায় রীতিমতো আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে।