করোনা মোকাবিলায় প্রথম সারির কোভিড যোদ্ধাদের ‘সম্মান’ জানালো দুর্গাপুরের ডিএসএমএস কলেজ
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৭আগস্টঃ
সমাজে প্রথম সারিতে থেকে করোনার সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছেন যারা, সেই কোভিড যোদ্ধাদের ‘সম্মান’ জানালেন দুর্গাপুরের ডিএসএমএমএস কলেজের রোটার্যাক্ট ক্লাবের সদস্যবৃন্দ।
দক্ষিণবঙ্গে একমাত্র ম্যানেজমেন্ট কলেজ ডিএসএমএস যারা এই কলেজের ছাত্রছাত্রীদের শুধু পড়াশুনাই নয়, তাদের সমাজের প্রতি দায়িত্বপালনের বিশেষ প্রশিক্ষণ দেন আর এই সামাজিক দায়বদ্ধতা থেকেই জীবনের ঝুঁকি নিয়ে করোনা মোকাবিলায় যারা সামাজিক কর্তব্য পালন করছেন এরকম উনিশ জন কোভিড যোদ্ধাকে ‘সম্মান’ জানালে্ন তাঁরা, যাদের মধ্যে রয়েছেন এই জেলার চিকিৎসক, পুলিশ, সংবাদ মাধ্যম, ফায়ার সার্ভিসের কর্মীগণ।
ডিএসএমএস কলেজের রোটার্যাক্ট ক্লাবের যুগ্ম সম্পাদক বিকাশ কেশরী, ক্লাবের সহ পরিচালক রবি রঞ্জন কুমার জামুড়িয়ার বিশিষ্ট চিকিৎসক ডাঃ বেনুধর মুখোপাধ্যায় ও নির্ভিক বাংলার সাংবাদিক বিক্রম রাওয়ানিকে ‘সম্মান’ জানান। করোনা পরিস্থিতিতে দায়িত্বপালনের জন্য ‘সম্মান’ জানানো হয় দুর্গাপুরের চিকিৎসক ডাঃ দীপক কুমার গুপ্তা ও দুর্গাপুরের সংবাদ মাধ্যমের কর্মী সুকন্যা বন্দোপাধ্যায়কে। এদের হাতে স্মারক তুলে দেন রোটার্যাক্ট ক্লাবের যুগ্ম কোষাধ্যক্ষ অন্বেষা মুখোপাধ্যায়, ক্লাবের পরিচালক(ক্লাব সার্ভিস) সন্দীপ সিং ও ক্লাবের সভাপতি আবীর জোয়ারদার। পাশাপাশি দুর্গাপুরের সিটিসেন্টারের অগ্নিনির্পাবক কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক সুশান্ত চটোপাধ্যায়কেও ‘সম্মান’ জ্ঞাপন করা হয় ডিএসএমএস কলেজের রোটার্যাক্ট ক্লাবের পক্ষ থেকে।