প্রথমে অজগর তারপর ময়ূর এবার কি বাঘ? কাঁকসায় সিসিটিভিতে ধরা পড়ল ও কিসের ছবি
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৮আগস্টঃ
গাড়ি সারাইয়ের গ্যারেজে লাগানো রয়েছে সিসিটিভি ক্যামেরা আর সেই ক্যামেরাতে ধরা পড়ল একটি ছবি যা দেখে হাড় হিম হয়ে গেছে ওই গ্যারেজে যারা কাজ করেন তাদের। তাঁরা যে রাতে গ্যারেজের বাইরে ঘুমোন আর ঘুমোতে গিয়ে কি শেষে বাঘের পেটে যাবেন? হ্যাঁ এরকমই সন্দেহ হচ্ছে ওই গ্যারেজের কর্মীদের।
কাঁকসা থানার অন্তর্গত বিশ্বকর্মা মন্দির চত্বরে বেশ কয়েকটি বড় বড় গ্যারেজ রয়েছে আর সেই গ্যারেজগুলির মধ্যে একটি গ্যারেজে লাগানো রয়েছে সিসিটিভি ক্যামেরা। সেই ক্যামেরায় ধরা পড়েছে রাতের বেলা বাঘের মতো দেখতে একটি প্রাণী ঘোরাফেরা করছে। আর সকাল হতেই সেখানে যে প্রাণীর পায়ের ছাপ পাওয়া গেছে তা দেখতে অবিকল বাঘের পায়ের থাবার মতো। ব্যস এরপরেই আতঙ্ক ছড়িয়ে পরে এলাকা জুড়ে।
খবর দেওয়া হয় বনদপ্তরে। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা সেখানে এসে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নিয়ে যান। সাথে বনদপ্তর থেকে ওই এলাকায় একটি খাঁচাও পাতা হয়েছে।
বনদপ্তরের তরফে জানানো হয়েছে, এলাকায় ঘন জঙ্গল রয়েছে। সিসিটিভি ফুটেজে যে প্রাণীটিকে দেখা গেছে সেটা আদৌ বাঘ নাকি বাঘের মতো দেখতে অন্য কোনো বন্য জন্তুর তার জন্য নজরদারি চলছে।