উখরা রোটারি ক্লাব ও একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে করোনা যোদ্ধাদের পিপিই কিট প্রদান
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ৩সেপ্টেম্বরঃ
উখরা রোটারি ক্লাব ও ন্যাশনাল কোল্ডফিল্ড সিটিজেন ফোরাম নামে একটি সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে খাঁন্দরা প্রাথমিক ব্লক স্বাস্থ্যকেন্দ্র ও উখড়া পুলিশ আউট পোস্ট এর আধিকারিক ও কর্মীদের উপহার দেওয়া হলো পি পি ই কিট। ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বি এম ও এইচ পরিতোষ সোরেন সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানান । অন্যদিকে উখরা পুলিশ আউট পোস্টের আধিকারিক লক্ষী নারায়ন দে বলেন করোনা সংক্রমণ এড়াতে পিপি ই কিট ও সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করা খুবই প্রয়োজন।
সংগঠন দুটির পক্ষ থেকে সুমিত ব্যানার্জী ও বিশাল লাল সিংহ জানান এদিন ব্লক স্বাস্থ্য কেন্দ্র ও উপ-পুলিশ আউটপোস্ট এ ৫০ টি করে পি পি ই কিট, গ্লাভস, মাস্ক ও স্যানেটাইজার দেওয়া হয়। তারা বলেন স্বাস্থ্যকর্মী ও পুলিশকর্মীরা এই করোনা অতিমারির সময় সামনে থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন ,তাই তাদের সুরক্ষা খুবই প্রয়োজন। সেই কথা ভেবেই এই উদ্যোগ বলে জানান তারা।