নিজের ঘর থেকে বি.এড ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হল দুর্গাপুরে
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ১০সেপ্টেম্বরঃ
এক কলেজ পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ফরিদপুর(লাউদোহা) থানার অন্তর্গত জব্বরপল্লী এলাকায়। ফাঁস লাগানো অবস্থায় পুলিশ ওই ছাত্রীর মৃতদেহ তার বাড়ি থেকে উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান এটি আত্মহত্যা, তবে কি কারনে আত্মহত্যা সেটি এখনও জানা যায়নি। যদিও পুলিশ সুত্রে এও জানা গেছে যে, ওই ছাত্রী কোনো সুইসাইড নোট লিখে যায়নি।
জানা গেছে, জব্বরপল্লীর বাসিন্দা আদিত্য মন্ডলের ছোট মেয়ে অনামিকা মন্ডল(২১) বি এড পড়াশুনা করছে। আজ অর্থাৎ বৃহিস্পতিবার সকালে আদিত্যবাবু যখন তার মেয়েকে ঘুম থেকে ওঠাতে যান তখন অনামিকার ঘরে গিয়ে দেখেন সে ওড়নার ফাঁস লাগিয়ে ঝুলছে। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালের মর্গে পাঠায়। তবে কি কারনে এই আত্মহত্যা তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে অনামিকার পরিবারে।