লকডাউনের আগের দিন পানাগড় বাজারে স্বাস্থ্যবিধির নিয়ম ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার একাধিক
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১০সেপ্টেম্বরঃ
আগামী দুদিন রাজ্যে সম্পূর্ণ লকডাউন আর তার আগে পুলিশের তৎপরতা দেখা গেল পানাগড় ও কাঁকসা বাজারে। করোনা সংক্রমন এড়াতে যে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে সেই স্বাস্থ্যবিধি কতটা মেনে চলছে সাধারন মানুষ, তারই নজরদারি করতে গিয়ে বৃহস্পতিবার একাধিক ব্যাক্তিকে গ্রেপ্তার করতে দেখা গেল কাঁকসা পুলিশকে। এদের বিরুদ্ধে মাস্ক না পড়া ও সামাজিক বিধি উলঙ্ঘন করার অভিযোগ ছিল। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এর আগেও বিভিন্ন জায়গায় কড়া আইনি ব্যবস্থা নিতে দেখা গিয়েছিল।সবজি বাজারেও অভিযান চালায় কাঁকসা পুলিশ,সবজির দোকানে দাম বেশি নিলে নেওয়া হচ্ছে কড়া পদক্ষেপ। যেসব বাইক আরোহীর মুখে মাস্ক নেই তাদের ও নেওয়া হচ্ছে কড়া আইনি ব্যবস্থা।লকডাউনের দিনগুলো যাতে করে কেউ না বের হয় সেই নিয়ে প্রচার করা হচ্ছে।উপস্থিত ছিলেন কাঁকসা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অর্ণব গুহ ও এসিপি(ট্রাফিক) দীপঙ্কর বক্সী।