বেনাচিতিতে ছুরিকাহত যুবক, গ্রেফতার অভিযুক্ত
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১০সেপ্টেম্বরঃ
বন্ধুর বোনের পারিবারিক সমস্যার মাশুল গুনতে হল এক যুবককে। বর্তমানে ছুরিকাহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অয়ন সরকার নামে ওই যুবক, আর এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ সন্দীপ রাউত নামে অপর এক যুবককে গ্রেফতার করেছে।
অয়নের দাদা অর্পণ সরকার জানান, অয়নের এক ভাই এক বন্ধুর অনুরোধে মঙ্গলবার সন্ধ্যায় বেনাচিতি সংলগ্ন চুয়ান্ন ফুটে বন্ধুর বোনের বাড়ি গিয়েছিল বন্ধুর বার্তা পৌঁছে দিতে। অভিযোগ সেই সময় ঘটনাস্থলে উপস্থিত বন্ধুর বোনের আত্মীয় অভিযুক্ত সন্দীপ সেই ভাইকে মদ্যপ অবস্থায় মারধর করে। ভাইকে মারার জবাবদিহি চাইতে অয়ন যখন সন্দীপের বাড়ি পৌঁছোয় সেই সময় সন্দীপ ছুরি দিয়ে আঘাত করে অয়নকে। রক্তাক্ত অবস্থায় অয়নকে তড়িঘড়ি দুর্গাপুরের গান্ধীমোড় সংলগ্ন একটি বেসরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়, সাথে অভিযুক্ত যুবকের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত সন্দীপকে গ্রেফতার করে। বৃহস্পতিবার সন্দীপকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।
অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে ভাইকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন সন্দীপের দিদি শর্মিলা রায়। তিনি বলেন ঝামেলা একটা হয়েছিল ঠিকই কিন্তু তাঁর ভাই কোনো ছুরি চালায়নি। পুলিশ ঘটনার সত্যতা যাচাই করতে তদন্তে নেমেছে।