পঃ বর্ধমানের নতুন জেলাশাসকের কাছে দাবি সম্বলিত স্মারকলিপি জমা কংগ্রেসের পক্ষ থেকে
আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৯এপ্রিলঃ
লকডাউনের কারনে বন্ধ রয়েছে চিকিৎসকদের প্রাইভেট চেম্বারগুলি। ফলে সমস্যায় পড়েছেন সাধারন রোগীরা। তাদের এই সমস্যার সমাধান করতে এবার এগিয়ে এলো ‘ন্যাশানাল কোল্ডফিল্ড সিটিজেন ফোরাম’ নামে একটি সংস্থা। তাঁরা আজ রবিবার উখরায় একটি অস্থায়ী শিবির বানিয়ে সেখানে সাধারন রোগীদের চিকিৎসা পরিষেবা দিতে এগিয়ে এলেন।
সারা দেশ জুড়ে করোনা সংক্রমন এড়াতে চলছে লকডাউন, আর এই লকডাউনের কারনে সাধারন মানুষ স্বেচ্ছায় গৃহবন্দী দশা কাটাচ্ছে। রাজ্য সহ দেশে দিনের পর দিন করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। ফলে হাসপাতালগুলিতে মূলতঃ করোনায় আক্রান্ত রোগির ভিড় ক্রমশ বাড়ছে। ফলে সাধারন রোগীরা সব থেকে বেশী সমস্যায় পড়েছেন। কারন লকডাউনের কারনে যেমন এমনিতেই রোগীরা বাইরে চিকিৎসা করাতে যেতে পারছেন না তেমনই স্থানীয় চিকিৎসকরা তাদের ব্যাক্তিগত চেম্বারগুলিও বন্ধ রেখেছেন। ফলে চিকিৎসক না থাকায় সাধারন রোগীরা চিকিৎসা করাতে পারছেন না। তাদের চিকিৎসা পরিষেবা দিতে উখরার রথতলায় ‘ন্যাশানাল কোল্ডফিল্ড সিটিজেন ফোরাম’ নামে ওই সংস্থাটি চালু করল অস্থায়ী চিকিৎসা শিবির। সাধারণ রোগীদের চিকিত্সার জন্য প্রতিদিন তিন ঘণ্টা করে সেখানে উপস্থিত থাকবেন একজন জেনারেল ফিজিশিয়ান। সব ধরনের সুরক্ষা ও সামাজিক দূরত্ব বোঝায় রেখে সেখানে রোগী দেখার ব্যবস্থা করা হয়েছে। ভিড় এড়াতে প্রতিদিন কুড়ি জন করে রোগী দেখা হবে। বিনামূল্যে ওষুধও পাবেন রোগিরা। যত দিন লকডাউন না উঠছে তত দিন এই পরিষেবা চালু থাকবে হবে বলে জানান সংস্থার পক্ষে সুমিত বন্দ্যোপাধ্যায়।