করোনা আবহে রক্তের চাহিদা মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করা হল রাষ্ট্রীয় মানবধিকার এবং সামাজিক ন্যায় আয়োগের উদ্যোগে
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২২সেপ্টেম্বরঃ
করোনা আবহে রক্তের সংকট বেশ বড় আকার নিচ্ছে। বিভিন্ন হাসপাতাল কিংবা স্বাস্থ্যকেন্দ্রগুলির ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি দেখা দিয়েছে। রক্তের চাহিদা মেটাতে সংক্রমণের কারনে বড় আকারে সেভাবে রক্তদান শিবির করতেও বেশ অসুবিধায় পড়তে হচ্ছে উদ্যোক্তাদের। এমতবস্থায় ছোট ছোট করে স্বেছায় রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। রাষ্ট্রীয় মানবধিকার এবং সামাজিক ন্যায় আয়োগ ও একটি স্বেচ্ছাসেবী সংগঠন(প্রয়াস) এর যৌথ উদ্যোগে রবিবার এরকমই একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল দুর্গাপুর মহকুমা হাসপাতালের সহযোগিতায়। দুর্গাপুর ফরিদপুর ব্লকের অন্তর্গত সরপী কমিউনিটি হলে এই শিবিরের আয়োজন করা হয় স্বাথ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে। এদিনের রক্তদান শিবিরে মোট ৩৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এদিন রক্তদাতাদের রাষ্ট্রীয় মানবধিকার এবং সামাজিক ন্যায় আয়োগের পক্ষ থেকে ধন্যবাদ জানান রাষ্ট্রীয় সচিব সেবক ব্যানার্জী ও জেলা পরামর্শদাতা উজ্জ্বল রায় চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসিএলের বাংকোলার এরিয়া জেনারেল ম্যানেজার আর সি মহাপাত্র, ফরিদপুর(লাউদোহা) থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাহুল মন্ডল প্রমূখ।