কেন্দ্রীয় সরকারের জনবিরোধী ও কৃষি বিলের প্রতিবাদে পান্ডবেশ্বরে পথসভা
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ২৩সেপ্টেম্বরঃ
কেন্দ্রীয় সরকারের জনবিরোধী ও কৃষি বিলের প্রতিবাদে পথসভা করে বিক্ষোভ দেখানো হল নকশালপন্থী শ্রমিক সংগঠন আই এফ টি ইউর পক্ষ থেকে (IFTU ) । বুধবার বেলা ১১ টায় এই পথসভাটি হয় পাণ্ডবেশ্বর বাজার এলাকায়। উপস্থিত ছিলেন নকশাল নেতা কীর্তন কোটাল সহ অন্যরা।
এদিন সভা শেষে কীর্তন বাবু জানান কেন্দ্রের বিজেপি সরকার দেশকে শিল্পপতিদের হাতে বিক্রি করার নীতি নিয়ে চলছে। একটার পর একটা রাষ্ট্রায়ত্ত শিল্প, শিল্পপতিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। দেশের মানুষ আর্থিক নিরাপত্তাহীনতায় ভুগছে। সংসদকে এড়িয়ে কেন্দ্রের বিজেপি সরকার একটার পর একটা বিল অধ্যাদেশ জারি করে পাস করছে ,যা সংবিধান বিরোধী।
সম্প্রতি লোকসভায় পাস হওয়া কৃষি বিল সম্পর্কে ও ক্ষোভ উগরে দেন তিনি। তিনি বলেন এই বিল কৃষক বিরোধী। এই বিল কার্যকর হলে কৃষকদের ক্ষতি হবে মুনাফা বাড়বে শিল্পপতিদের। এই বিলের বিরুদ্ধে ধারাবাহিকভাবে আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান কীর্তন বাবু।