দুর্গাপুরে ৫৫ জন কোরোনা যোদ্ধাকে নিঃস্বার্থ সেবা প্রদানের জন্য সম্মানিত করা হল ডিজিটাল সংবাদ মাধ্যমের পক্ষ থেকে
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৪সেপ্টেম্বরঃ
করোনা অতিমারীর আকার ধারন করে গ্রাস করেছে গোটা বিশ্বকে। এমতবস্থায় করোনার গ্রাস থেকে বিশ্ববাসীকে বাঁচাতে যারা প্রথম সারিতে থেকে নিজেদের জীবনকে বাজি রেখে লড়াই চালিয়ে যাচ্ছেন তারা হলেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী, পুলিশকর্মী, দমকলকর্মীরা। এদের প্রতিদিনের এই মরনপণ যুদ্ধকে কুর্ণিশ জানানো হল ডিজিটাল সংবাদ মাধ্যমের পক্ষ থেকে।
দুর্গাপুরের একমাত্র কোভিড হাসপাতাল সনকা হাসপাতালের এরকম ৫৫জন কোভিড যোদ্ধাদের চ্যানেল এই বাংলায় ও বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মানিত করা হয়।
সম্প্রতি চ্যানেল এই বাংলায় সংবাদ মাধ্যম ও বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশন নামে এই সংগঠনের তরফে করোনা আবহে তাদের নিঃস্বার্থ সেবার জন্য ৫০০ জন কোভিড যোদ্ধাদের সম্মান জ্ঞাপনের সিদ্ধান্ত নেওয়া হয়, যার প্রথম পদক্ষেপ হিসেবে বুধবার অর্থাৎ ২৩ সেপ্টেম্বর মলানদিঘির এই করোনা হাসপাতালে কর্তব্যরত ১১ জন চিকিৎসক, ১১ জন নার্স, ৮ জন নিরাপত্তারক্ষী, ৫ জন সাফাইকর্মী সহ হাসপাতালের ২১জন অভ্যন্তরীণ বিভাগের কর্মীদের মানপত্র ও স্মারক দিয়ে সম্মানিত করা হয়। শুধু তাই নয় এই করোনা যোদ্ধাদের উদ্দেশ্যে শঙ্খধ্বনি ও করতালি দিয়েও উৎসাহিত করা হয়।
চ্যানেল এই বাংলায় ও বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামীদিনে দুর্গাপুরের বাকি সমস্ত হাসপাতালের চিকিৎসক, নার্সিং স্টাফ, সাফাই কর্মী ও স্বাস্থ্য কর্মীদের ধাপে ধাপে সম্মানিত করা হবে।