ভিন রাজ্য থেকে পান্ডবেশ্বরে প্রতিদিন ঢুকছে কয়লার গাড়ি, সংক্রমণ বাড়ার আশঙ্কায় প্রতিবাদে গ্রামবাসীরা
আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৮এপ্রিলঃ
লক ডাউনের সময় ও কোলিয়ারির ডিওর কয়লা পরিবহনের জন্য গাড়ি নিয়ে প্রতিদিন এলাকায় আসছে ভিন রাজ্যের ড্রাইভার খালাসিরা। তাঁরা কোনও নিয়ম নীতির পরোয়া না করে এলাকায় অবাধে ঘুরে বেড়াচ্ছে । ফলে এলাকায় করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। সেই আশঙ্কার কারণে অবিলম্বে কয়লা পরিবহন বন্ধ করার দাবিতে শনিবার পরিবহনের কাজে যুক্ত গাড়ি আটকে বিক্ষোভ দেখাল কুমারডিহি গ্রামের বাসিন্দাদের একাংশ । বাসিন্দাদের পক্ষে রামচন্দ্র গড়াই বিশ্বজিত পালরা জানান কুমারডিহির সিএম প্রজেক্ট ও এবি পিট কোলিয়ারিতে ডিওর কয়লা পরিবহনের জন্য বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড থেকে প্রতিদিন প্রায় ৭০টি লরি আসে এখানে। লরিচালক, খালাসিরা ও ভিন রাজ্যের বাসিন্দা। কোলিয়ারি সংলগ্ন এলাকায় লরিগুলি দু তিন দিন দাঁড়িয়ে থাকে। গাড়ি নিয়ে আসা চালক খালাসিরা কোনও সুরক্ষার নিয়ম নীতি মানছে না। তাঁরা একসাথে দল বেঁধে থাকার পাশাপাশি এলাকার চায়ের দোকান গোলদারি দোকানেও অবাধে যাতায়াত করছে। নিয়ম না মানা এবং তাদের অবাধ বিচরণের কারণে এলাকায় করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিচ্ছে এলাকায়। তাই লক ডাউন ওঠা না পর্যন্ত কয়লা পরিবহণ বন্ধ রাখা ও ভিন রাজ্যের বাসিন্দাদের এলাকায় ঢুকতে না দেওয়ার দাবি জানান তাঁরা। প্রায় ঘণ্টা দুয়েক বিক্ষোভ চলে এই প্রতিবাদ। খবর পেয় ঘটনাস্থলে আসে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। এর পর পুলিশের মধ্যস্থতায় বাঁকোলা এরিয়ার অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার(agm) আর সি মহাপাত্রের সঙ্গে আলোচনায় বসেন বিক্ষোভকারীরা। কর্তৃপক্ষের তরফে সমস্ত সুরক্ষা বিধি মেনে কয়লা পরিবহন করার আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে।