অসামাজিক কাজকর্ম রোধে পুজোর আগে দুর্গাপুরের চতুরঙ্গ ময়দানে বসল সিসিটিভি ক্যামেরা
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১অক্টোবরঃ
আজ বিশ্ব প্রবীন নাগরিক দিবস অর্থাৎ ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন ডে। এই দিনতিকে সম্মান জানাতে দুর্গাপুরে পুলিশের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত দুর্গাপুর মহিলা থানার পক্ষ থেকে বয়স্ক নাগরিকদের ‘নমন’ এর মধ্যে দিয়ে সম্মান জ্ঞাপন করা হয়।
করোনা সংক্রমনের হাত থেকে বাঁচতে চাই মুলতঃ মাস্ক আর তাই দুর্গাপুরের চতুরঙ্গ মাঠে প্রবীন নাগরিকদের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিসনারেটের ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা, মহকুমা শাসক অনির্বাণ কোলে, ডেপুটি মেয়র তথা ওই ওয়ার্ডের পুরমাতা অনিন্দিতা মুখার্জী সহ পুলিশ আধিকারিকগণ।
এদিন এই ‘নমন’ অনুষ্ঠানের পাশাপাশি চতুরঙ্গ ময়দানে বসল ছয়টি সিস্টিভি ক্যামেরা ও উদ্বোধন হল কন্ট্রোল রুমের। ওই ময়দানে নানা অসামাজিক কাজকর্ম আটকাতেই মূলতঃ এই সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এক অভিনব উদ্যোগ ‘নমন’ অর্থাৎ প্রবীন নাগরিকরা যাতে কোনো অসুবিধায় না পড়েন, বিশেষ করে একাকী বয়স্ক ব্যাক্তিদের সব রকম সহায়তার জন্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এই উদ্যোগ ‘নমন’।