“পথশ্রী অভিযান”এ রাস্তা পুনর্নির্মানের ভার্চুয়াল সূচনা দুর্গাপুর মহকুমার বিভিন্ন ব্লকে
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১অক্টোবরঃ
পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন প্রান্তের রাস্তার পুনর্নির্মাণ ও সংস্কারের শুভ সূচনা করলেন বৃহস্পতিবার।
মুখ্যমন্ত্রী কলকাতায় এই কাজের ভার্চুয়াল সূচনা করেন। তাঁর ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যের অন্যান্য ব্লকের মতো লাউদোহা, আন্ডাল ব্লকেও রাস্তা পুনর্নির্মানের কাজ শুরু হল। লাউদোহা ব্লকের সরপি মোড় সংলগ্ন এলাকায় ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে রাস্তা পুনারনির্মানের শুভ সূচনা করলেন পশ্চিম বর্ধমান জেলার এডিএম শুভেন্দু বাসু। জেলা পরিষদের কমাধ্যক্ষ সুজিত মুখার্জী,দুর্গাপুর ফরিদপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মৃনাল কান্তি বাগচী প্রমুখ।
এই অনুষ্ঠানে এডিএম সাহেব জানান,মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশ মত আজ থেকেই জেলায় যেসব জায়গায় রাস্তাঘাটের অবস্থা খারাপ ও ভগ্ন সেই সব রাস্তা মেরামতির কাজ শুরু হয়ে গেল। খুব শীঘ্রই রাজ্যের সব জেলার রাস্তা ঘাট পুনর্নির্মানের কাজ শেষ হবে।
অন্যদিকে অন্ডাল ব্লকের মদনপুর পঞ্চায়েতের শিবকালী মন্দির সংলগ্ন এলাকায় এই প্রকল্পের উদ্বোধন করেন এডিডিএ এর চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ণ আধিকারিক ঋত্বিক হাজরা, জেলা পরিষদের কর্মধ্যক্ষ হাজরা, কালোবরন মন্ডল, জেলা পরিষদের মেন্টর কাঞ্চন মিত্র সহ অন্যান্যরা।
পাশাপাশি এদিন পান্ডবেশ্বর ব্লকেও পথশ্রী অভিযান প্রকল্পের উদ্বোধন হয়। পান্ডবেশ্বরের এরিয়া অফিস মোড়ে জেলা পরিষদের একটি রাস্তা ও ছোঁড়া গ্রাম পঞ্চায়েতের দুটি রাস্তা পুনর্নির্মানের জন্য উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পান্ডবেশ্বরের সমষ্টি উন্নয়ন আধিকারিক কৌশিক সমাদ্দার, পান্ডবেশ্বর থানার আধিকারিক সঞ্জীব দে, এডিএম শুভেন্দু বসু প্রমূখ।
অপরদিকে, মুখ্যমন্ত্রী পথশ্রী অভিযান প্রকল্পের মধ্যে কাঁকসা আমলাজোড়া পঞ্চায়েতের নপারা থেকে নতুন গ্রাম এলাকার নতুন রাস্তার প্রায় ৩৫ লক্ষ টাকা খরচ করে রাস্তার কাজ হবে। এদিন মুখ্যমন্ত্রী ভার্চুয়াল সভার মাধ্যমে এই রাস্তার সূচনা করলেন। উপস্থিত ছিলেন কাঁকসার সমষ্টি উন্নয়ণ আধিকারিক সুদীপ্ত ভট্টাচার্য, আইএনটিটিইউসির জেলা সভাপতি বিশ্বনাথ পারিয়াল প্রমূখ।